যে সব করদাতা বছরে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদি মূলধনী লাভ করেছেন, তাঁরা এ বার আইটিআর ১ নম্বর (সহজ) ফর্মে রিটার্ন জমা দিতে পারবেন। বুধবার ২০২৫-২৬ হিসাববর্ষের জন্য আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, ৪ নম্বর (সুগম) ফর্মেও এই সুবিধা পাবেন তাঁরা। পাশাপাশি, ৮০সি, ৮০জিজি-সহ বিভিন্ন ধারায় ছাড়ের দাবি জানানোর জন্য ফর্মে কিছু পরিবর্তন করেছে আয়কর দফতর। উৎস করে ছাড় পেতে আয়কর আইনের ধারা ধরে ধরে বিস্তারিত বিবরণ দিতে হবে বলেও জানিয়েছে তারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের মতোই ১ নম্বর ফর্মে ২০২৪-২৫ সালে নিজের বা অন্যের বিদেশ ভ্রমণে ২ লক্ষ টাকার বেশি ব্যয়ের তথ্য দিতে হবে করদাতাকে। জানাতে হবে বছরে ১ লক্ষ টাকার বেশি বিদ্যুতের বিলের তথ্য। প্রতি বছরের মতো এ বারও ৩১ জুলাই আয়কর রিটার্ন জমার শেষ দিন। এমনিতে ফেব্রুয়ারি বা মার্চে রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু এ বছর সেই সময়ে নতুন আয়কর বিল নিয়ে কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।
যাঁদের বেতন, একটি বাড়ি ভাড়া, সুদ থেকে বছরে আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত এবং কৃষি থেকে ৫০০০ টাকা পর্যন্ত তাঁদের ১ নম্বর রিটার্ন ফর্ম জমা দিতে হয়। যে সব ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও ব্যবসায়িক সংস্থার (ফার্ম) আয় বছরে ৫০ লক্ষের মধ্যে, কিন্তু আয়ের সূত্র ব্যবসা বা পেশা, তাঁদের রিটার্ন দিতে হয় ৪ নম্বর ফর্মে। এত দিন দীর্ঘমেয়াদি মূলধনী লাভকরের ক্ষেত্রে ২ নম্বর ফর্ম দিতে হত। সেটাই বদলে এ বার সহজ বা সুগম করেছে কেন্দ্র।
বিশেষজ্ঞদের মতে, এত দিন আয়কর আইনের ১১২এ ধারায় ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদি মূলধনী লাভের ক্ষেত্রে করে ছাড় পেলেও, করদাতাকে কাঠখড় পুড়িয়ে ২ নম্বর ফর্ম ভরতে হত। এ বারের সিদ্ধান্তে সেই সমস্যা এড়ানো যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)