প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) মাধ্যমে দেশে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী কেন্দ্র। এ জন্য ১ অগস্ট থেকে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ (ইএলআই) প্রকল্প আনছে তারা। এতে নতুন কর্মী নিয়োগ করলে সংস্থাকে আর্থিক সাহায্য করা হবে। সেই কর্মীদেরও দেওয়া হবে অনুদান। সাধারণ শিল্প প্রকল্পের সুবিধা পাবে দু’বছর। উৎপাদন শিল্প চার বছর।
প্রকল্পে সংস্থা কর্মী নিয়োগ করলে তাঁর পিএফ খাতে নিয়োগকারীর দেয় বাবদ ৩০০০ টাকা পর্যন্ত মেটাবে কেন্দ্র। তা সংস্থার অ্যকাউন্টে জমা পড়বে। সংশ্লিষ্ট কর্মীকেও এক বছরে দু’কিস্তিতে ১৫,০০০ টাকা অনুদান দেবে সরকার। প্রথম কিস্তি মেটানো হবে চাকরিতে যোগদানের ছ’মাস পরে। দ্বিতীয় কিস্তি ১২ মাস পরে। শর্ত, দুই ক্ষেত্রেই কর্মীর বেতন হতে হবে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত। তাঁকে আর্থিক বিষয়ক প্রশিক্ষণও সম্পূর্ণ করতে হবে। মঙ্গলবার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার-১ রণধীর কুমার বলেন, ‘‘কর্মীদের সামাজিক সুরক্ষাই লক্ষ্য। প্রকল্পে কর্মসংস্থান বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে সেই কাজের স্থায়িত্ব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)