রাজ্যের সমস্ত জেলায় শপিং মল (মার্কেটিং হাব) তৈরির প্রকল্পে এখনও যথেষ্ট সাড়া নেই। ফলে আগ্রহপত্র জমার সময়সীমা বাড়ানো হল। ১৫টি জেলার জন্য তা করা হল ২৫ অগস্ট। তিনটি জেলায় ২৯ অগস্ট। ১৮ তারিখ মেয়াদ সময়সীমা শেষের পরেই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য।
পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম সূত্রের খবর, একেবার আবেদন আসেনি তা নয়। তবে আরও বেশি আবেদনের লক্ষ্যেই সময়সীমা বৃদ্ধি। প্রকল্প নিয়ে ক্রেডাই বা নির্মাণ সংস্থাগুলির কোনও সংগঠনের সঙ্গে এখনও বৈঠক করেনি সরকার। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, সেটাও যথেষ্ট সাড়া না পাওয়ার অন্যতম কারণ। একাংশের মতে, চিহ্নিত জমির অবস্থান বাণিজ্যিক ভাবে লাভজনক নয়, সেই আশঙ্কায় এগোচ্ছে না অনেক সংস্থা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)