জাতীয় পরিসংখ্যান কমিশনকে (এনএসসি) একটি বিধিবদ্ধ সংস্থায় পরিণত করার সুপারিশ করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটি। তারা জানিয়েছে, অর্থনীতির বিভিন্ন বিষয়ে সরকারের প্রকাশিত তথ্য-পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য করে তোলার এর লক্ষ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রকের জাতীয় পরিসংখ্যান কমিশনের কাজকর্ম পর্যালোচনা সংক্রান্ত ২৭তম রিপোর্টে ওই সুপারিশ এবং মন্তব্য করেছে কমিটি। রিপোর্টটি মঙ্গলবারই তারা সংসদে পেশ করেছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, এই সুপারিশ তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি ভারতের বিভিন্ন আর্থিক বিষয়ক তথ্য-পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। দেশের অর্থনীতি নিয়ে আইএমএফের বার্ষিক পর্যালোচনা রিপোর্টে দাবি করা হয়েছে, এখানে জাতীয় অ্যাকাউন্টের পরিসংখ্যানের মূল্যায়ন ‘C’। একদম শেষের সারির আগের ধাপ। কারণ, হিসাবের জন্য নেওয়া তথ্যে খামতি আছে। এর মধ্যেই পড়ে জিডিপি। ফলে অর্থনীতির আসল ছবি ফুটে ওঠে না। মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও তথ্য সেকেলে, অবাস্তব। তার তীব্রতা বিচারের ভিত্তিবর্ষ অতি প্রাচীন (২০১১-১২)। সাধারণের ব্যবহার্য বহু পণ্যের দাম হিসাবে ধরাই হয় না। তাই পরিসংখ্যানে দেশের মানুষের খরচের অভ্যেসও ফুটে ওঠে না। তাই মূল্যবৃদ্ধির মূল্যায়ন পেয়েছে ‘B’।
অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‘‘এনএসসির পরিসংখ্যানকে সকলের কাছে বিশ্বাসযোগ্য করে তোলাটা জরুরি। একটা সময় ছিল যখন কেন্দ্রীয় আর্থিক পরিসংখ্যান বিশ্ব জুড়ে প্রশংসিত হত। দুঃখের বিষয়, এখন তা সমালোচিত হচ্ছে। এর কারণ, পরিসংখ্যান তৈরিতে কেন্দ্রীয় সরকারের পরোক্ষ হস্তক্ষেপ।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)