ডাক মারফত সময়ে ভোটার কার্ড না পৌঁছনোর অভিযোগ বহু দিনের। কার্ড না আসায় ভোট দিতে পারেননি, নাগরিকদের একাংশের তরফে এই নালিশও রয়েছে। এর পরেই নির্দিষ্ট নিয়ম বেঁধে ১৫ দিনের মধ্যে তা পাঠানোর ব্যবস্থা করা হয়। এ বার ওয়েস্ট বেঙ্গল সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমারের দাবি, রাজ্যের যে কোনও প্রান্তে মাত্র পাঁচ দিনেই ভোটার (এপিক) কার্ড পৌঁছনো সম্ভব। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘যে পরিকাঠামো আছে, তাতে পাঁচ দিনে নির্দিষ্ট ঠিকানায় কার্ড পৌঁছতে পারব।’’ তা পাঠাতে অযথা দেরির অভিযোগ মানতে নারাজ তিনি।
পাশাপাশি অশোক জানান, কলকাতা-সহ দেশের ছ’টি বড় শহরে৪৮ ঘণ্টার মধ্যে পণ্য সরবরাহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তা শীঘ্রই চালু হবে। বাদবাকি শহর হলদিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ। মূলত, বেসরকারি কুরিয়রসংস্থার সঙ্গে পাল্লা দিতেই এই উদ্যোগ।তিনি জানান, এ মাস থেকে স্পিড পোস্টে ওটিপি ও রেজিস্ট্রেশনের সুবিধা মিলছে। ফলে দেশের যে কোনও প্রান্তেপণ্য-চিঠি পাঠাতে অনেক সুবিধা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)