সমাজের সর্বস্তরের মানুষ যাতে জিএসটি হ্রাসের সুবিধা পান, সে জন্য পদক্ষেপ করছে কেন্দ্র। বিশেষত তারা নজর রাখছে ই-কমার্স সংস্থাগুলিতে বিক্রি হওয়া দৈনন্দিন পণ্যের দামের উপরে। ২২ সেপ্টেম্বর থেকে জিএসটির নতুন হার চালুর পরে ২ অক্টোবর পর্যন্ত কেন্দ্রের কাছে নতুন কর নিয়ে প্রায় ৪০০০ অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে ক্রেতাসুরক্ষা মন্ত্রক। বিশেষত দৈনন্দিন পণ্য, জুতো,পোশাক, ওষুধ, দুগ্ধজাত পণ্যে দাম কমানো হচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকেরা। সূত্রের খবর, এর মধ্যে দৈনন্দিন পণ্যে ই-কমার্সগুলি কর কমার সুবিধা দিচ্ছে না বলে বেশ কিছু অভিযোগ এসেছে। যে সব ই-কমার্স সংস্থার বিরুদ্ধে বেশি অভিযোগ উঠেছে, আতসকাচের তলায় রাখা হয়েছে তাদের। তবে সংস্থাগুলির দাবি, প্রযুক্তিগত কারণে দাম কমানোয় সমস্যা হচ্ছে। যদিও কেন্দ্র তা মানতে রাজি নয়, তাই এই কড়া নজরদারি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)