পেট্রল-ডিজ়েল বা গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। তবে জুনে হোটেল-রেস্তরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি বিমান জ্বালানি এটিএফের দামও কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সংস্থা সূত্রের দাবি, বিশ্ব বাজারে তেল-গ্যাসের দাম কমায় দেশে বাণিজ্যিক গ্যাস সস্তা হয়েছে। প্রশ্ন উঠেছে, তা হলে বাড়ির গ্যাসে কেন সেই সুবিধা দেওয়া হল না? উল্টে মানুষের চাপ বাড়িয়ে এপ্রিলে তা ৫০ টাকা চড়েছিল। এমনকি বিশ্ব বাজারে যে তেলের দাম কমার কথা বলা হচ্ছে, তার প্রভাব পড়েনি দেশের পেট্রল-ডিজ়েলেও।
অথচ এই নিয়ে টানা দু’বার কমল বাণিজ্যিক সিলিন্ডার। কলকাতায় এ বার ২৫.৫ টাকা কমে হল ১৮২৬ টাকা। পর পর তিন বার কমল এটিএফ। এ বার ৩%। কলকাতায় দাম দাঁড়াল কিলোলিটারে ৮৬,১০৩.২৫ টাকা। দু’বছরে এই প্রথম দেশে সিএনজি উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দামও কমিয়েছে সরকার। এই সিএনজি দিয়ে গাড়ি চলে, রান্নার গ্যাস হিসেবেও তা ব্যবহৃত হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)