ব্যক্তিগত জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি ১৮% থেকে শূন্যে নামার পরেও প্রশ্ন উঠছে, আমজনতার হাতে সংস্থাগুলি সেই সুবিধার পুরোটা পৌঁছে দেবে তো? কারণ বিমা শিল্প সূত্রের ইঙ্গিত, কর শূন্যে নামায় তারা বিভিন্ন খরচে আগে মেটানো করের টাকা আর ফেরত (আইটিসি) পাবে না। ফলে পুরো সুবিধা গ্রাহককে দিলে ক্ষতি হতে পারে। একাংশ প্রিমিয়াম বাড়তে পারে বলেও সতর্ক করেছে। এই অবস্থায় বিমা সংস্থাগুলি যাতে করছাড়ের পুরো সুবিধা গ্রাহকদের দেয়, তার জন্য সোমবার বিমা নিয়ন্ত্রক আইআরডিএ, চারটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ও কিছু বেসরকারি সংস্থার সিইও-র সঙ্গে বৈঠক করলেন আর্থিক পরিষেবা সচিব এম নাগারাজু।
২২ সেপ্টেম্বর থেকেই জিএসটির নতুন হার চালু হবে। নাগারাজু জানান, বিমায় জিএসটি ওঠার পুরো সুবিধা যেন বর্তমান গ্রাহকদের পাশাপাশি ভবিষ্যৎ বিমাকারীরাও পান। এটা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা নিতে হবে। এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও তা জানানোর জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে বিমা সংস্থা-সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, সকলকে জানাতে হবে কর না থাকায় এখন সহজে এবং আগের থেকে অনেক কম খরচে বিমার আওতায় আসা যাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)