আমদানি হওয়া সমস্ত ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যে আমেরিকার ২৫% শুল্ক চাপানোর সিদ্ধান্ত অস্থিরতা বাড়িয়ে দিল শেয়ার বাজারে। মঙ্গলবার বিশ্ব জুড়ে বেশির ভাগ দেশেই ধাক্কা খেল সূচক। ভারতেও ১০১৮.২০ পয়েন্ট পড়ে সেনসেক্স নামল ৭৬,২৯৩.৬০ অঙ্কে। নিফ্টি হয়েছে ২৩,০৭১.৮০। পতন ৩০৯.৮০। এই নিয়ে টানা পাঁচ দিনে সূচক দু’টি হারাল যথাক্রমে ২২৯০.২১ এবং ৬৬৭.৪৫ বিএসই-তে লগ্নিকারীর শেয়ার সম্পদ কমে গেল ১৬.৯৭ লক্ষ কোটি টাকা।
সংশ্লিষ্ট মহলের দাবি, দেশের অর্থনীতি ঘিরে উদ্বেগ এবং বিদেশি লগ্নি সংস্থাগুলির নাগাড়ে শেয়ার বিক্রি বাজারকে দুর্বল করছিলই। সঙ্গে এ বার যোগ হল শুল্ক যুদ্ধের উদ্বেগ। চাহিদার অভাবে দীর্ঘ দিন ধরে ভুগতে থাকা ভারতের রফতানি বাণিজ্যকে ধাক্কা দিতে পারে আমেরিকার আগ্রাসী শুল্ক নীতি। বিভিন্ন দেশ শুল্কের পাঁচিল তুলে ওয়াশিংটনকে পাল্টা জবাব দিতে শুরু করলে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাও বাড়বে। এই সবের জেরেই লাগাতার পড়ছে শেয়ার বাজার।
বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘শুল্ক যুদ্ধের আশঙ্কার পাশাপাশি বিভিন্ন মহলে কেন্দ্রের দেওয়া করছাড়ের সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাজেটের ওই দাওয়াইয়ে লাভ হবে সাকুল্যে তিন কোটি মানুষের। ১৪০ কোটির দেশে তা সামগ্রিক অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলবে সন্দেহ থাকছে। ফলে কর ছাড়ের খবরেও চাঙ্গা হয়নি শেয়ার সূচক। উদ্বেগ বাড়াচ্ছে আমেরিকায় চাঙ্গা হতে থাকা ঋণপত্রের বাজারও।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)