Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অ্যাপলের বিপণি খোলায় বাধা কাটল

সিদ্ধিবিনায়ক মন্দিরে টিম কুকের প্রার্থনা বিফলে গেল না। জলে গেল না ২১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করাও। সোমবার সংস্কারের যে ঝোড়ো ইনিংস মোদী সরকার খেলেছে, তাতে ভারতে নিজস্ব বিপণি খোলার (হয়তো গ্যাজেট তৈরিরও) দরজা প্রায় হাট করে খুলে গেল টিম কুকের অ্যাপলের সামনে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৭:৫৪
Share: Save:

সিদ্ধিবিনায়ক মন্দিরে টিম কুকের প্রার্থনা বিফলে গেল না। জলে গেল না ২১ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করাও। সোমবার সংস্কারের যে ঝোড়ো ইনিংস মোদী সরকার খেলেছে, তাতে ভারতে নিজস্ব বিপণি খোলার (হয়তো গ্যাজেট তৈরিরও) দরজা প্রায় হাট করে খুলে গেল টিম কুকের অ্যাপলের সামনে। সুবিধা পেতে পারে আজ দীর্ঘ দিন ভারতে বিপণি খুলে পুরোদস্তুর ব্যবসায় নামার অপেক্ষায় থাকা সুইডিশ আসবাব তৈরির সংস্থা আইকিয়াও।

জানুয়ারি মাসেই এ দেশে নিজস্ব বিপণি খুলতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল আই-ফোন, আই-প্যাড প্রস্তুতকারক অ্যাপল। মে মাসে নিজের প্রথম ভারত সফরে এসে এ বিষয়ে কেন্দ্রের কাছে তদ্বিরও করেন কর্ণধার কুক। কিন্তু এত দিন তাতে বাদ সাধছিল স্থানীয় সংস্থার কাছ থেকে যন্ত্রাংশ বা কাঁচামালের একটি নির্দিষ্ট অংশ কেনার বাধ্যবাধকতা। অ্যাপলের দাবি ছিল, যে-সর্বাধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করে, তাতে এখান থেকে যন্ত্রাংশ কেনা তাদের পক্ষে শক্ত। এ দিন সেই বাধাই সরিয়ে দিয়েছে কেন্দ্র। জানিয়েছে, এক-ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ওই শর্ত শিথিল করা হবে তিন বছর পর্যন্ত। আর যে-সব সংস্থা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে (যেমন অ্যাপল) তারা ওই সুবিধা পাবে আরও পাঁচ বছর। অর্থাৎ, মোট আট বছর ওই নিয়ম শিথিলের সুবিধা পাবে সংস্থাটি।

স্মার্টফোনের বিক্রির বিচারে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় বাজার ভারত। গত বছর ১০ কোটির বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে এই দেশে। প্রতি বছর এই বাজার বাড়ছে ২৫% হারে। ভারতের বাজারের মাত্র ২% অ্যাপলের দখলে। কিন্তু বছরে আই-ফোনের বিক্রি বাড়ছে ৫৬%। তাই সেই বাজারকে স্বাভাবিক ভাবেই পাখির চোখ করেছেন কুক। বিশেষত যেখানে উন্নত দুনিয়ায় আই-ফোনের বিক্রি আর লাফিয়ে বাড়ার সম্ভাবনা কম। সম্প্রতি তা কমেছে চিনেও। ১৩ বছরে এই প্রথম কোনও ত্রৈমাসিকে কমেছে অ্যাপলের আয়। আর কিছুটা সেই কারণেই ভারতকে পাখির চোখ করছেন কুক। উল্টো দিকে, মোদীও জানেন, অ্যাপল টাকা ঢাললে, তার থেকে ভাল বিজ্ঞাপন ‘মেক ইন ইন্ডিয়া’র জন্য পাওয়া শক্ত। অনেকে মনে করেন, সেই কারণে তাদের দেশে আসা নিশ্চিত করতে চান তিনি।

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস চাইতেন, তাদের গ্যাজেট যেমন তাকলাগানো হবে, তেমনই চমকপ্রদ ও আরামদায়ক হবে তাকে নেড়েচেড়ে দেখার অভিজ্ঞতা। সেই পণ্যের সঙ্গে প্রথম পরিচয় কিংবা তা কেনার অভিজ্ঞতাও হবে মনে রাখার মতো। মূলত এই ভাবনা থেকেই জন্ম সংস্থার নিজস্ব বিপণির।

অ্যাপলের বিপণি নিয়ে গল্প মুখে মুখে ফেরে। কেউ নিউ ইয়র্কে তার পেল্লাই বিপণি এবং সেখানে ঝুলন্ত বিশাল আধখাওয়া আপেল-লোগোর কথা বলেন, তো কেউ বলেন মোবাইলের খুঁটিনাটি বুঝিয়ে দিতে ব্যবস্থাপনার কথা। সব কিছু ঠিকঠাক চললে, অদূর ভবিষ্যতে এ দেশে সুযোগ মিলবে সেই অভিজ্ঞতা চেখে দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

apple store
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE