মোদী সরকারের আমলে ২০১৫ সালের পর থেকে কেন শ্রম সম্মেলন হয়নি, তা নিয়ে শ্রম মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে প্রশ্ন উঠল। আজ স্থায়ী কমিটিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও নিয়ে আলোচনায় রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৪২ থেকে ভারতে নিয়মিত শ্রম সম্মেলন হয়ে আসছে। কিন্তু ২০১৫-র জুলাইয়ের পরে আর তা হয়নি। ফলে শ্রমিক, নিয়োগকারী ও কেন্দ্রের ত্রিপাক্ষিক ব্যবস্থায় শ্রমিকদের সমস্যা আলোচনা করা যাচ্ছে না। নতুন শ্রম বিধি যথেষ্ট আলোচনা ছাড়াই তৈরি হয়েছে। অবিলম্বে সম্মেলন ডাকা হোক। মন্ত্রকের সচিব বন্দনা গুরনানি বলেন, নিয়মিত শ্রম সম্মেলনের রীতি মানার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বাকি বিরোধী সাংসদেরাও একই দাবি তোলেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাইও জানান, শ্রম সম্মেলন ডাকা না হলে তিনি শ্রম মন্ত্রকে বার্তা পাঠাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)