প্রযুক্তিগত ত্রুটির কারণে বুধবার শেয়ার কেনা-বেচা আচমকা থমকে গেল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। তিন ঘণ্টার জন্য। লেনদেন বন্ধের সময় দ্রুত পড়ছিল মার্কিন বাজার। তাই অনেকে মনে করেছিলেন, বেচা-কেনা বন্ধ হয়েছে বে-লাগাম পতন ঠেকাতে। কিন্তু এক্সচেঞ্জ জানায়, সমস্যার শিকড় প্রযুক্তিগত ত্রুটি। সাইবার হানার প্রমাণ মেলেনি। তবে বিষয়টিতে নজর রাখছে হোয়াইট হাউস, এফবিআই। প্রযুক্তিগত সমস্যায় বন্ধ ছিল ইউনাইটেড এয়ারলাইন্সের উড়ান। বসে গিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইটও।