প্রাণিবিদ্যা বিষয়ে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী হলে দ্বাদশ শ্রেণি থেকেই প্রস্তুতি রাখা প্রয়োজন। জীবনবিজ্ঞান এবং রসায়ন-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে স্নাতক স্তরে পড়ার জন্য। স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর গবেষণার সুযোগ থাকে। রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ একাধিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থাকে। তবে, আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হয় ৫৫ থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে। তার পর মেধাতালিকা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ থাকে কলেজগুলিতে।
স্নাতকোত্তর স্তরে পড়ার জন্য বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় স্তরেই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট) উত্তীর্ণ হতে হয়। ভারতের জাতীয় প্রাণিবিদ্যা গবেষণা প্রতিষ্ঠান হল জুয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখানে উচ্চস্তরে ডিগ্রি অর্জনের জন্য গবেষণার সুযোগ থাকে।
আরও পড়ুন:
চাকরির সুযোগ কেমন?
শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে এবং সরকারি বিভিন্ন প্রকল্পে গবেষণার সুযোগ রয়েছে। আবার সরকারি ও বেসরকারি সংস্থাতে ওয়াইল্ডলাইফ অফিসার, ফরেস্ট রেঞ্জার, ওয়াইল্ডলাইফ বায়োলজিস্ট-সহ নানা পদে চাকরির সুযোগ মিলতে পারে।