Advertisement
০৬ মে ২০২৪

পিএফের টাকায় শেয়ারে লগ্নি বাড়াতে আপত্তি ইউনিয়নের

প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর আরও বেশি টাকা শেয়ার বাজারে লগ্নির প্রস্তাব ধাক্কা খেল অছি পরিষদে। শুক্রবার পরিষদের বৈঠকে প্রস্তাবটি মানবেন না বলে জানান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০৩:৪৭
Share: Save:

প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-এর আরও বেশি টাকা শেয়ার বাজারে লগ্নির প্রস্তাব ধাক্কা খেল অছি পরিষদে। শুক্রবার পরিষদের বৈঠকে প্রস্তাবটি মানবেন না বলে জানান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা।

যদিও এই আপত্তি প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে কতটা বাধা সৃষ্টি করতে পারবে, তা নিয়ে সংশয় আছে। কারণ, শেয়ারে লগ্নির বিষয়টিতেই সায় ছিল না অছি পরিষদে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের। তা সত্ত্বেও কেন্দ্র এই লগ্নি শুরু করেছে। বছরে পিএফে নতুন জমা টাকার ৫% এক্সচেঞ্জ ট্রেডেট ফান্ডের (ইটিএফ) মাধ্যমে বাজারে ঢালা হচ্ছে। সরকারের লক্ষ্য, তা ১৫% করা।

পিএফের টাকা শেয়ারে লগ্নির বিষয়টি পরিচালনা করে এসবিআই মিউচুয়াল ফান্ড। ইউটিআই মিউচুয়াল ফান্ডকেও এ বার এই কাজে নিয়োগের প্রস্তাব দিয়েছেন পিএফ কর্তৃপক্ষ। তবে তা নিয়ে এ দিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান রাজ্য ইনটাকের সভাপতি ও অছি পরিষদ সদস্য রমেন পাণ্ডে। তিনি বলেন, ‘‘আমরা আপত্তি করেছি। প্রস্তাবটি পিএফ আর্থিক লগ্নি কমিটিতে গিয়েছে। তাদের সিদ্ধান্ত মানব।’’

বৈঠকে পিএফ পরিচালনা ঢেলে সাজার পরিকল্পনাও অনুমোদিত হয়েছে। যার আওতায় রয়েছে, পিএফে দেশে মোট ২১ অঞ্চল তৈরি করা। পরিকল্পনা কার্যকর হলে কাজের উন্নতি ছাড়াও কর্মী-অফিসারদের পদোন্নতির সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PF money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE