শুল্ক নিয়ে শুধুই ‘ফাঁকা’ আওয়াজ! আমজনতাকে বোকা বানাতে রাজনীতির রঙ্গমঞ্চে চমৎকার ‘অভিনয়’ করে চলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে তাঁর কীর্তিকলাপ ফাঁস করলেন খোদ হোয়াইট হাউসের এক পদস্থ আধিকারিক। আর সেই খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জু়ড়ে পড়ে গিয়েছে হইচই। অন্য দিকে, বর্ষীয়ান রিপাবলিকান প্রেসিডেন্টের গায়ে ‘মিথ্যাবাদী’ তকমা সেঁটে যাওয়ায় বেজায় অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি, শুল্ক বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশকে দেওয়া ট্রাম্পের ‘অতিনাটকীয় হুঙ্কার’ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা। ওভাল অফিসের ‘হাঁড়ির খবর’ ফাঁস করে দেওয়া ওই আধিকারিকের পরিচয় অবশ্য গোপন রেখেছে আমেরিকার প্রতিটি গণমাধ্যম। তবে তাঁর করা মন্তব্য ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে প্রেসিডেন্টের যাবতীয় কর্মকাণ্ডকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন তিনি।