বকেয়ার বোঝা মাথায় নিয়েও কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট (স্যাট-নেট) পরিষেবার জন্য ইলন মাস্কের প্রতিদ্বন্দ্বী সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল ভোডাফোন আইডিয়া (ভি)। আমেরিকার সংস্থা এএসটি স্পেসমোবাইলের সঙ্গে জোট বেঁধে গ্রাহকদের মোবাইলে এই পরিষেবা দেবে ভি। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, এএসটি মোবাইল বিশ্বের প্রথম সংস্থা যারা সরাসরি স্মার্টফোনে স্যাট-নেট পরিষেবা দিয়ে থাকে। বিশ্ব জুড়ে ভোডাফোনের মোট ৪৫টি মোবাইল নেটওয়ার্কে এই পরিষেবা দেবে তারা।
অন্য দিকে, মাস্কের স্টারলিঙ্ক ইতিমধ্যেই স্যাট-নেট পরিষেবা দেওয়ার জন্য এয়ারটেল ও জিয়োর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তাদের চূড়ান্ত লাইসেন্সও দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সংস্থার সিওও গেনি শটওয়েল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)