Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সেপ্টেম্বরের মধ্যেই অর্ধেক দেনা মেটাব, সুপ্রিম কোর্টকে জানালেন মাল্য

সেপ্টেম্বরের মধ্যেই আপাতত চার হাজার কোটি টাকা দিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সঙ্গে বিরোধ মিটিয়ে নিতে চাইছেন শিল্পপতি বিজয় মাল্য। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির কাছে মাল্যের দেনার পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। মাল্য যাতে তাঁর পুরো দেনাটাই মিটিয়ে দেন, সে জন্য ব্যাঙ্কগুলি সুপ্রিম কোর্টকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৬ ১৯:২৭
Share: Save:

আপাতত চার হাজার কোটি টাকা দিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির সঙ্গে বিরোধ মিটিয়ে নিতে চাইছেন শিল্পপতি বিজয় মাল্য। আর সেই দেনাটা তিনি সেপ্টেম্বরের মধ্যেই মিটিয়ে দিতে চান।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির কাছে মাল্যের দেনার পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। মাল্য যাতে তাঁর পুরো দেনাটাই মিটিয়ে দেন, সে জন্য ব্যাঙ্কগুলি সুপ্রিম কোর্টকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিল।

তারই প্রেক্ষিতে তাঁর আইনজীবী সি এস বৈদ্যনাথনের মাধ্যমে মাল্য বুধবার শীর্ষ আদালতকে জানিয়ে দেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামকে তিনি আপাতত চার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আর সেই টাকাটা দিয়ে দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যেই। বাকি দেনা তিনি পরে শুধবেন। বিচারপতি ক্যুরিয়ান জোসেফ ও বিচারপতি রোহিনটন নরিম্যানকে নিয়ে গড়া শীর্ষ আদালতের একটি ডিভিশন বেঞ্চে আজ এ কথা জানান মাল্যের আইনজীবী। গতকাল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাঙ্ক-কর্তৃপক্ষের সঙ্গে ওই আপস-রফায় পৌঁছন শিল্পপতি মাল্য।

আরও পড়ুন- ব্রিটেন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে টাটা স্টিল

এই ‘উত্তপ্ত পরিস্থিতি’তে তিনি যে এই মূহুর্তে দেশে ফিরতে চাইছেন না, সে কথাও এ দিন মাল্যের আইনজীবী শীর্ষ আদালতকে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE