Advertisement
০৭ মে ২০২৪

ছোট সংস্থার শেয়ার বাজার নিয়ে আশঙ্কা বহাল

বম্বে স্টক এক্সচেঞ্জের আওতায় ছোট-মাঝারি শিল্পের শেয়ার বাজারে নথিভুক্তির জন্য আরও ৩২টি সংস্থা আবেদন করেছে। বিএসই-র আশা, সব ঠিকঠাক চললে এ বছরের শেষেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০২:৫১
Share: Save:

বম্বে স্টক এক্সচেঞ্জের আওতায় ছোট-মাঝারি শিল্পের শেয়ার বাজারে নথিভুক্তির জন্য আরও ৩২টি সংস্থা আবেদন করেছে। বিএসই-র আশা, সব ঠিকঠাক চললে এ বছরের শেষেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে ছোট-মাঝারি শিল্পের জন্য আলাদা এই শেয়ার বাজার সম্পর্কে সচেতনতা এখনও কম বলে মন্তব্য করেন বিএসই-এসএমই-র (ইকুইটি অ্যান্ড ইকুইটি ডেরিভেটিভস) প্রধান অজয় ঠাকুর।

ছোট-মাঝারি শিল্পের জন্য বছর চারেক আগে বিএসই আলাদা শেয়ার বাজার চালু করেছিল। এখনও পর্যন্ত মাত্র ১৩৯টি সংস্থা তাতে নথিভুক্ত হয়েছে। সম্প্রতি বণিকসভা অ্যাসোচ্যাম আয়োজিত এক সভার ফাঁকে ঠাকুর বলেন, ‘‘আরও ৩২টি সংস্থা শেয়ার ছাড়ার জন্য ওই বাজারে নথিভুক্তির আবেদন জানিয়েছে।’’ এই বাজারের ঝুঁকি ও জটিলতা সম্পর্কে শঙ্কার মনোভাবের জেরেই ছবিটা এখনও তত উজ্জ্বল নয়, মানছেন তিনি। এ ক্ষেত্রে আবার পূর্বাঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গের ছবিটা আরও খারাপ। মাত্র সাতটি সংস্থা বাজারে শেয়ার ছেড়েছে। তারও অধিকাংশই কলকাতা ভিত্তিক। যদিও তাঁর দাবি ওই শঙ্কা অমূলক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

share market market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE