Advertisement
০৪ মে ২০২৪
Coronavirus

ব্রিটেনে নয়া ভাইরাসের ধাক্কায় রেকর্ড পতন সেনসেক্স-নিফটি-র

ব্যাঙ্ক ক্ষেত্র, আর্থিক পরিষেবা সংস্থা, অটোমোবাইল এবং ধাতু ব্যবসায় জড়িত সংস্থাগুলির শেয়ার সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ১৮:১৯
Share: Save:

ফের ধস শেয়ার বাজারে। ‘সৌজন্যে’, ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নয়া প্রজাতি। তারই অভিঘাতে সোমবার গত ৭ মাসের মধ্যে পতনের রেকর্ড গড়ল শেয়ার বাজার।

বাজার খোলার পরে সেনসেক্স এক সময় প্রায় ২০৩৭ পয়েন্ট (৪.৩৪ শতাংশ) নেমে ৪৪,৯২৩-এ চলে যায়। অন্য দিকে, শেয়ার সূচক নিফটির পতন ঘটে ৬২৯ পয়েন্ট (৩.১৪ শতাংশ)। নেমে আসে ১৩,১৩১-এ।

বাজার বন্ধের সময় সেনসেক্স কিছুটা উঠে ৪৫,৫৫৩ পয়েন্টে থিতু হয়। পতনের অঙ্কে যা ১,৪০৬ পয়েন্ট। দিনের শেষে নিফটি ৪৩২ পয়েন্ট নেমে ১৩,১৩১ পয়েন্টে দাঁড়ায়। ৪ মে-র পরে এটিই সেনসেক্স এবং নিফটি-র এক দিনে সবচেয়ে বড় পতন।

ব্যাঙ্ক ক্ষেত্র, আর্থিক পরিষেবা সংস্থা, অটোমোবাইল এবং ধাতু ব্যবসায় জড়িত সংস্থাগুলির শেয়ার সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনিশ্চয়তার জেরে অনেক লগ্নিকারীই শেয়ার বিক্রি করেন।

আরও পড়ুন: করোনাভাইরাসের নয়া প্রজাতি, আতঙ্ক না ছড়াতে আর্জি স্বাস্থ্যমন্ত্রীর

ব্রিটেনে নতুন করে লকডাউনের সম্ভাবনা, ভারত-সহ বিভিন্ন দেশের সঙ্গে ব্রিটেনের উড়ান যোগাযোগ বন্ধের কারণে সপ্তাহ শুরুর দিনটিতে শেয়ার বাজারে পতনের পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। বস্তুত, শুধু ভারত নয় বিশ্বজুড়েই সোমবার বাজারের পতন ঘটে।

আরও পড়ুন:বাড়তি বিদেশি পুঁজির জোয়ারেই চাঙ্গা বাজার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE