Advertisement
০৫ মে ২০২৪

গুজরাতে কারখানা একাই গড়বে সুজুকি

গুজরাতে মারুতি-সুজুকি নয়, কারখানা গড়বে সুজুকি মোটর কর্পোরেশন (এসএমসি)। এসএমসি-র ওই প্রস্তাবে এ দিন সম্মতি দিয়েছে মারুতি-সুজুকি ইন্ডিয়ার (এমএসআই) পরিচালন পর্ষদ। মঙ্গলবার ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক ফলাফলের পাশাপাশি ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমএসআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৪ ২১:৩০
Share: Save:

গুজরাতে মারুতি-সুজুকি নয়, কারখানা গড়বে সুজুকি মোটর কর্পোরেশন (এসএমসি)। এসএমসি-র ওই প্রস্তাবে এ দিন সম্মতি দিয়েছে মারুতি-সুজুকি ইন্ডিয়ার (এমএসআই) পরিচালন পর্ষদ। মঙ্গলবার ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক ফলাফলের পাশাপাশি ওই সিদ্ধান্তের কথা জানিয়েছে এমএসআই।

গুড়গাঁও, মানেসরের পরে গুজরাতে তাদের তৃতীয় কারখানাটি গড়ার সিদ্ধান্ত নিয়েছিল এমএসআই। সেখানে মেহেসনা জেলায় ২০১১-র অক্টোবরে জমি কেনার প্রস্তাব দেয় তারা। দু’জায়গায় মোট ১১৯০ একর কেনেও। কিন্তু তার পর দেশে গাড়ি বাজারের খারাপ অবস্থার জেরে কারখানা গড়ার প্রস্তাব স্থগিত রাখে।

সম্প্রতি সুজুকি মোটর এমএসআই-এর পর্ষদকে প্রস্তাব দিয়েছিল, সুজুকির সম্পূর্ণ মালিকানাধীন একটি শাখা সংস্থা ওই কারখানা গড়বে। এ দিন সেই প্রস্তাবেই সায় মিলল। এমএসআই-এর মতে, ভারতে কারখানা সম্প্রসারণের এটিই উপযুক্ত সময়। এতে যেমন আর্থিক ভাবে লাভবান হবে এমএসআই, তেমনই হবেন সংস্থার ছোট শেয়ারহোল্ডাররা।

সুজুকি চেয়ারম্যান ওসামু সুজুকি পিটিআই-কে এ দিন জানান, শাখাটির নাম হবে সুজুকি মোটর গুজরাত। সংস্থা কাজ শুরু করবে ১০০ কোটি টাকার মূলধন নিয়ে। এমএসআই জানিয়েছে, তাদের সঙ্গে ওই শাখা সংস্থার চুক্তি হবে। সেই অনুযায়ী, ওই কারখানা গাড়ি তৈরি করবে শুধু মারুতির জন্যই, অন্য সংস্থাকে বেচতে পারবে না। কারখানার জন্য জমি সংস্থাকে লিজ দেবে এমএসআই।

এই চুক্তি মানা হলে লগ্নির ঝুঁকি এড়ানো ছাড়াও, বিপণন ব্যবস্থা জোরদার করা, গাড়ির মানোন্নয়ন, গবেষণা-সহ গাড়ি ব্যবসার অন্য ক্ষেত্রে নিজেদের অর্থ ব্যবহারের সুযোগ পাবে এমএসআই। অক্টোবর-ডিসেম্বরে মারুতি-সুজুকি ৬.৮১ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছর এই সময়ের তুলনায় তা ৩৬% বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maruti suzuki gujrat mehesna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE