অনুৎপাদক সম্পদ খাতে সংস্থান করতে গিয়ে মুনাফায় টান পড়েছে স্টেট ব্যাঙ্কের। ২০১৩-’১৪ আর্থিক বছরে দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্কটির নিট মুনাফা আগের বছরের ১৪,১০৫ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১০,৮৯১ কোটি। তবে তা সত্ত্বেও এ দিন স্টেট ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে চড়চড়িয়ে। পৌঁছে গিয়েছে ৩ বছরের সর্বোচ্চ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, ব্যাঙ্কটির অনুৎপাদক সম্পদ কমা এবং আগামী দিনে তা আরও হ্রাসের সম্ভাবনাই এর মূল কারণ।
ব্যাঙ্কের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য বলেন, “অনুৎপাদক সম্পদ খাতে আমাদের ১৪,২২৪ কোটি টাকা সংস্থান করতে হয়েছে। আয়কর খাতেও রাখতে হয়েছে ৫,২৮৩ কোটি। এর সঙ্গে আরও কিছু খাত মিলিয়ে ২০১৩-’১৪ অর্থবর্ষে মোট সংস্থান করতে হয়েছে ২১,২১৮ কোটি টাকা। আর এর ফলেই টান পড়েছে নিট মুনাফায়।”
অবশ্য ওই বছরে ব্যবসা ৩,৫৮,২৩৪ কোটি টাকা বেড়েছে। আমানত বেড়েছে ১৫.৯৪%। বেড়েছে ঋণের অঙ্কও।
ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ-সহ বিভিন্ন খাতে সংস্থান মোট মুনাফা থেকে বাদ দিয়ে তবেই নিট মুনাফা পাওয়া যায়। যে কারণে ২০১৩-’১৪ অর্থবর্ষে মোট মুনাফা আগের বছরের তুলনায় ১,০২৭ কোটি টাকা বাড়লেও নিট মুনাফা কমেছে স্টেট ব্যাঙ্কের। যে সব শিল্পে বেশি অনুৎপাদক সম্পদ তৈরি হয়েছে, তার মধ্যে আছে ইস্পাত, ইঞ্জিনিয়ারিং পণ্য, বস্ত্র, ওষুধ এবং পরিষেবা। কিন্তু স্টেট ব্যাঙ্কের ঋণের তুলনায় অনুৎপাদক সম্পদের অনুপাত আগের বারের থেকে ৭৮ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৪.৯৫%। নিট হিসাবেও তা ৬৭ বেসিস পয়েন্ট কমে হয়েছে ২.৫৭%। অরুন্ধতীদেবী বলেন, “অনুৎপাদক সম্পদ তৈরি হওয়া কমাতে পদক্ষেপ করেছি। আশা করি, সুফল মিলবে।”