Advertisement
১৯ মে ২০২৪

বিভিন্ন আর্থিক লেনদেনে একটি অ্যাকাউন্ট চালু করার উদ্যোগ

বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের জন্য একটি মাত্র অ্যাকাউন্ট চালু করার কথা ভাবছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, আইআরডিএ-র মতো নিয়ন্ত্রক এ নিয়ে নিজেদের মধ্যে কথাও শুরু করেছে। বৃহস্পতিবার শহরে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিষদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এ কথা জানান শীর্ষ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। বর্তমানে ব্যাঙ্ক, বিমা বা মিউচুয়াল ফান্ডে লেনদেনের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হয়।

শহরে রঘুরাম রাজন।—নিজস্ব চিত্র।

শহরে রঘুরাম রাজন।—নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০২:১৫
Share: Save:

বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের জন্য একটি মাত্র অ্যাকাউন্ট চালু করার কথা ভাবছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্ক, সেবি, আইআরডিএ-র মতো নিয়ন্ত্রক এ নিয়ে নিজেদের মধ্যে কথাও শুরু করেছে। বৃহস্পতিবার শহরে রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় পরিষদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে এ কথা জানান শীর্ষ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন।

বর্তমানে ব্যাঙ্ক, বিমা বা মিউচুয়াল ফান্ডে লেনদেনের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হয়। যেমন, ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, আবার মিউচুয়াল ফান্ড বা শেয়ার লেনদেনে ডি-ম্যাট অ্যাকাউন্ট। এ বার একই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন লেনদেনের তথ্য জানার ব্যবস্থা চালু করাই তাঁদের উদ্দেশ্য বলে জানান রাজন।

এ দিকে, রাজন এ দিন জানিয়েছেন, চলতি খাতে বৈদেশিক মুদ্রার লেনদেন ঘাটতি কিছুটা বাড়লেও রিজার্ভ ব্যাঙ্ক তা নিয়ে উদ্বিগ্ন নয়। তাঁর দাবি, ২.১% ঘাটতি নিয়ে তেমন চিন্তার কারণ নেই।

সুদ কমানো নিয়ে সরাসরি কিছু না-বললেও তাৎপর্যপূর্ণ ভাবে তা কমানোর পক্ষেই যুক্তি দেন রাজন। তিনি বলেন, এটা ঠিক যে, শিল্পোৎপাদন বৃদ্ধি শুধু ব্যাঙ্কের সুদের উপর নির্ভর করে না। পরিকাঠামো উন্নয়ন, সরকারি নীতি ইত্যাদিও তাতে প্রভাব ফেলে। বর্তমান পরিস্থিতিতে সুদ কমলে ভোগ্যপণ্য-সহ খুচরো ঋণের চাহিদা বাড়লেও পরিকাঠামোর মতো মূল শিল্পে ঋণের চাহিদা কতটা বাড়বে, তা নিয়ে সংশয় আছে। তবে ভোগ্যপণ্যের চাহিদা বাড়লে কিছু মূল শিল্পে চাহিদা গতি পাবে। যেমন গাড়ি বিক্রি বা বাড়ি তৈরি বাড়লে ইস্পাতের চাহিদা বাড়বে। তা ছাড়া, সুদ কমলে শিল্পোদ্যোগীরা যে স্বস্তি পাবেন, তাতে সন্দেহ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI raghuram rajan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE