Advertisement
E-Paper

শিল্পবান্ধব ভাবমূর্তি নিয়ে আজ শুরু বাণিজ্য মেলা

‘গন্তব্য হলদিয়া’। ‘বেঙ্গল লিডস’-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। তেমন সাড়া না মিললেও ফের সেই বার্তা নিয়েই হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ) ও হলদিয়া পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘হলদিয়া বাণিজ্য মেলা’। জ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৪ ২২:৪৪

‘গন্তব্য হলদিয়া’। ‘বেঙ্গল লিডস’-এর আয়োজন করেছিল রাজ্য সরকার। তেমন সাড়া না মিললেও ফের সেই বার্তা নিয়েই হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ) ও হলদিয়া পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে ‘হলদিয়া বাণিজ্য মেলা’। জ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে। পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।

হলদিয়ায় নতুন শিল্প গড়ে তুলতে কয়েকদিন আগেই স্থানীয় শিল্পসংস্থার প্রতিনিধিদের মুখোমুখি হয়েছিলেন হলদিয়ার পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল। সেখানে শিল্পপতিদের বিভিন্ন সমস্যার কথা জেনে নিয়ে তাঁর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন পুরপ্রধান। আগে হলদিয়ায় নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষেধাজ্ঞা ছিল। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে উঠে যায় সেই নিষেধাজ্ঞা। তাই হলদিয়ায় শিল্পস্থাপনের উপযোগী পরিবেশ শিল্পপতিদের সামনে তুলে ধরতে এই মেলার আয়োজন। তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বলেন, “হলদিয়ায় নতুন শিল্প স্থাপনের পরিকাঠামো যেমন, পর্যাপ্ত জমি, বন্দরের সুবিধা, সহজলভ্য দক্ষ শ্রমিক, এক জানালা বন্দোবস্ত, সড়ক ও রেলপথে যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ, সবই রয়েছে। কলকাতা থেকে সরাসরি হেলিকপ্টার পরিষেবা চালু করার ব্যবস্থাও চলছে।” তিনি বলেন, “হলদিয়ার পরিবেশ শিল্প সহায়ক। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পষর্দের নিষেধাজ্ঞাও উঠে গিয়েছে। আগামী অগস্টেই বানেশ্বরচকে সিইএসসির নতুন তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হবে। তাছাড়া হুগলি নদীর ধারে শালুকখালিতে নতুন বন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে। তাই হলদিয়াই যে শিল্প স্থাপনের আদর্শ স্থান সেই বার্তাই আমরা বাণিজ্য মেলার মাধ্যমে দিতে চাইছি।’’ তাঁর কথায়, “কয়েকটি শিল্প সংস্থা ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। কয়েকটির কাজ শুরু হতে চলেছে। কয়েকটি সংস্থা তাদের প্রকল্প সম্প্রসারণ করবেন। চকদ্বীপা মৌজায় ‘ইন্টারন্যাশনাল কার্গো হাব’-এর কাজও শুরু হবে।”

পর্ষদ সূত্রে খবর, রাজ্য ও দেশের অনেক শিল্পসংস্থাকে এই মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তেমন নামকরা শিল্পপতির আসার খরর নেই। পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পি উলাগানাথন বলেন, “মেলায় প্রায় একশোটি স্টল থাকছে। সেখানে স্থানীয় শিল্প সংস্থাগুলির পাশাপাশি অন্য কয়েকটি শিল্প সংস্থাও থাকছে। মেলায় সরকারি বিভিন্ন দফতরের স্টলও থাকবে।” পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য বলেন, “বাণিজ্য মেলায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্টল দেওয়া হবে। সেখানে বিভিন্ন দফতরের উন্নয়ন কাজের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে।” মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যয়ভার বহন করছে হলদিয়া পুরসভা। উল্লেখ্য, সংহতি ময়দানে ১৮ একর জমির উপর প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে ‘ট্রেড সেন্টার’ তৈরি করেছে এইচডিএ। সেই কাজও শেষের পথে। আধুনিক পরিকাঠামোযুক্ত এই ট্রেড সেন্টারেই বাণিজ্য মেলা হবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মেলায় শিল্প-বাণিজ্য-বিনিয়োগ-উন্নয়নের বিভিন্ন অভিমুখ নিয়ে পাঁচটি আলোচনাসভাও আয়োজিত হবে। এ ছাড়া প্রতি দিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে।

হলদিয়ার পরিকাঠামো উন্নয়ন করে শিল্পবান্ধব ভাবমূর্তি গড়ে তুলতে মরিয়া প্রশাসন। এই উদ্যোগে নতুন বিনিয়োগের প্রস্তাব আসে কিনা, সেটাই দেখার।

partha chatterjee hda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy