Advertisement
১৮ মে ২০২৪

স্বাধীনতা দিবস থেকেই কমছে পেট্রোলের দাম

মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছিলেন ইন্ডিয়ান অয়েল কর্তা। আর তার চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই টুইটার মারফত পেট্রোলের দাম কমানোর কথা নিজেই ঘোষণা করলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানিয়ে দিলেন, বৃহস্পতিবার মাঝরাত থেকেই এটির দাম কমছে লিটারে ১.৮৯ থেকে ২.৩৮ টাকা। ফলে কলকাতায় নতুন দর দাঁড়াচ্ছে ৭৮.০৩ টাকা প্রতি লিটার। যা বর্তমান দরের তুলনায় ২.২৭ টাকা কম। চলতি মাসে এই নিয়ে দু’বার কমছে পেট্রোল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০১:৪১
Share: Save:

মঙ্গলবারই ইঙ্গিত দিয়েছিলেন ইন্ডিয়ান অয়েল কর্তা। আর তার চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই টুইটার মারফত পেট্রোলের দাম কমানোর কথা নিজেই ঘোষণা করলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানিয়ে দিলেন, বৃহস্পতিবার মাঝরাত থেকেই এটির দাম কমছে লিটারে ১.৮৯ থেকে ২.৩৮ টাকা। ফলে কলকাতায় নতুন দর দাঁড়াচ্ছে ৭৮.০৩ টাকা প্রতি লিটার। যা বর্তমান দরের তুলনায় ২.২৭ টাকা কম। চলতি মাসে এই নিয়ে দু’বার কমছে পেট্রোল।

মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির চেয়াররম্যান বি অশোক জানিয়েছিলেন বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত কয়েক দিনে কিছুটা কমেছে। যে-কারণে দেশেও পেট্রোলের দাম কমানো হতে পারে। যা নিয়ে স্বাধীনতা দিবসের দিন বৈঠকে বসার কথা ছিল তাঁদের।

সাধারণত যাতে মজুতদারি না-হয়, সে জন্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি যে দিন দাম বাড়ার কথা ঘোষণা করে, সে দিন মধ্যরাত্রি থেকেই নয়া দর চালু হয়। দাম কমার ক্ষেত্রেও যাতে পাম্পগুলি পণ্যটি কেনা বন্ধ না-করে দেয়, সেই কারণে একই পদক্ষেপ করে সংস্থাগুলি। কিন্তু বুধবারে টুইটার বক্তব্য পেশ করে পেট্রোলের দাম কমার প্রায় ৩১ ঘণ্টা আগেই সে কথা জানালেন তেলমন্ত্রী।

২০১০ সালের জুনে পেট্রোলের দামে নিয়ন্ত্রণ পুরোপুরি উঠে যাওয়ার পর থেকে সাধারণত প্রতি মাসের ১ ও ১৫ তারিখে পেট্রোলের দামের পর্যালোচনা করে তেল সংস্থাগুলি। বিশ্ব বাজারে পণ্যটির দর এবং ডলারে টাকার দামের ভিত্তিতে দেশে সেই দর স্থির করে তারা। সংশ্লিষ্ট মহলের দাবি, এ বার সেই নিয়মের ব্যতিক্রম হল। সরাসরি দর ঘোষণা করলেন প্রধান। বুধবার রাতে অবশ্য ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, কর বাদে পেট্রোলের দর কমছে লিটারে ১.৮১ টাকা।

এ দিন অবশ্য ডিজেলের দর নিয়ে সিদ্ধান্ত হয়নি। গত বছর জানুয়ারি থেকে প্রতি মাসে পণ্যটির দাম ৫০ পয়সা বাড়ানোর যে প্রক্রিয়া চলছে, তা বজায় থাকবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। সে ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ফের দর স্থির করতে বৈঠক হবে। এর আগে ১ অগস্টই বাড়ে ডিজেলের দাম। আর কমেছিল পেট্রোলের দর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

petrol price independence day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE