Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সংস্কারেই ফিরবে ব্যবসার পরিবেশ, আশায় ভোডাফোন

এ মাসের গোড়ায় ভারতে ব্যবসার পরিবেশ নিয়ে হতাশা আর ক্ষোভ ঝরে পড়েছিল এ দেশে ভোডাফোনের প্রধান মার্টেন পিটার্সের বক্তব্যে। বুধবার, মাসের প্রায় শেষের দিকে কিন্তু ওই একই প্রসঙ্গে আশার কথা শোনালেন ভোডাফোন গোষ্ঠীর সিইও ভিত্তোরিও কোলাও। সালিশির মাধ্যমে ভারতে ভোডাফোনের কর-সমস্যা মিটে যাওয়া নিয়েও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৭
Share: Save:

এ মাসের গোড়ায় ভারতে ব্যবসার পরিবেশ নিয়ে হতাশা আর ক্ষোভ ঝরে পড়েছিল এ দেশে ভোডাফোনের প্রধান মার্টেন পিটার্সের বক্তব্যে। বুধবার, মাসের প্রায় শেষের দিকে কিন্তু ওই একই প্রসঙ্গে আশার কথা শোনালেন ভোডাফোন গোষ্ঠীর সিইও ভিত্তোরিও কোলাও। সালিশির মাধ্যমে ভারতে ভোডাফোনের কর-সমস্যা মিটে যাওয়া নিয়েও আশা প্রকাশ করেন তিনি। এমনকী সমাধান হিসেবে একেবারে উড়িয়ে দেননি সংস্থা ও সরকারের মধ্যে চুক্তির সম্ভাবনাও।

এ দিন ভারত সফরে আসা কোলাও -এর মন্তব্য, তাঁর আশা নয়া সরকার সংস্কারকে হাতিয়ার করে এগোবে। ফলে উন্নত হবে ব্যবসার পরিবেশ। মোদী সরকারকে ‘ব্যবসামুখী’ তকমা দিয়ে তিনি বলেন, এ বছর নির্বাচনের পরে ভারতের দৃষ্টিভঙ্গি বদলেছে।

ব্রিটিশ টেলি সংস্থার এই কর্তা বলেন, “আমার মনে হয় এই সরকারের আমলে বিনিয়োগের ক্ষেত্রে লগ্নিকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে চলছেন। যার কারণ নয়া সরকারের সদিচ্ছা। এ বার এই রাজনৈতিক সদিচ্ছাকে প্রশাসনিক সক্রিয়তায় রূপান্তরিত করতে হবে।”

ভারতে ভোডাফোনের ১১,২০০ কোটি টাকার কর-বিতর্ক নিয়ে তিনি বলেন, “সমস্যা মেটাতে যুক্তিসম্মত পথে হাঁটছে সংস্থা ও সরকার। এটা ভাল।” এ দেশের প্রশাসনিক প্রক্রিয়ার মন্থরতা ও মাঝেমধ্যে পরস্পরবিরোধী আচরণের সমালোচনা করেও তাঁর বক্তব্য, সালিশি প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আখেরে সুবিধা হবে বলেই আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vodaphone marten pieters vittorio colao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE