Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Arindam Sil

‘শের’-এর ক্যালেন্ডার লঞ্চ, উপস্থিত বিশিষ্টরা

শিল্পী পার্থ দাশগুপ্ত ১২টি বন্যপ্রাণকে রং-তুলিতে ফুটিয়ে তুলেছেন ক্যালেন্ডারের ১২ মাসের পাতায়।

নতুন ক্যালেন্ডার লঞ্চ করেছে ‘শের’ নামে এই সংস্থা।

নতুন ক্যালেন্ডার লঞ্চ করেছে ‘শের’ নামে এই সংস্থা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ১৫:১০
Share: Save:

মানুষ এবং বন্যপ্রাণীর প্রকৃতির ওপর অধিকার সমান। প্রাকৃতিক সম্পদ উপভোগ করার অধিকারও সমান। কিন্তু আদপে তা কি হয়? গাছ কেটে মানুষ নিজের বাসস্থান বাড়িয়ে চলেছে সেই আদিম কাল থেকে। আধুনিক যুগে তার প্রকোপ আরও বেশি। তার ফলেও বিপন্ন বন্যপ্রাণ।

এ সব ভাবনা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছে ‘শের’ নামে একটি সংস্থা। বন্যপ্রাণীর পাশে দাঁড়ানো, তাদের নিজের জায়গা ফিরিয়ে দেওয়া, অধিকার বুঝিয়ে দেওয়ার লড়াইয়ে নেমেছেন ‘শের’-এর কর্ণধার তথা অভিনেতা জয়দীপ কুণ্ডু। সহযোগী হিসেবেও পাশে পেয়েছেন বন্ধু, শুভানুধ্যায়ীদের।

সেই ভাবনাকে পাথেয় করেই নতুন বছরের শুরুতে ক্যালেন্ডার লঞ্চ করল ‘শের’। শিল্পী পার্থ দাশগুপ্ত ১২টি বন্যপ্রাণকে রং-তুলিতে ফুটিয়ে তুলেছেন ক্যালেন্ডারের ১২ মাসের পাতায়। সেই অনুষ্ঠানে ‘শের’-এর কর্ণধার জয়দীপ কুণ্ডুর সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ, অভিনেত্রী সোহিনী সরকার, শিল্পী পার্থ দাশগুপ্তর মতো বিশিষ্টরা।

আরও পড়ুন, মনমোহন সিংহের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, মামলা অনুপমের বিরুদ্ধে


নতুন ক্যালেন্ডার হাতে জয়দীপ, অরিন্দম, বিক্রম।

(শহরের সেরা খবর, শহরের ব্রেকিং নিউজ জানতে এবং নিজেদের আপডেটেড রাখতে আমাদের কলকাতা বিভাগ পড়ুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE