Advertisement
২৭ এপ্রিল ২০২৪
পানিহাটি হাসপাতাল

বদলাতে চলেছে চেনা জল-ছবি

ফি বর্ষায় জলে ডোবে পানিহাটি হাসপাতালের প্রবেশপথ। কোমর-জলে অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারে না। রোগীদেরও ভিজে ভিজেই পরিজনদের কোলে চেপে পৌঁছতে হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৬:১৩
Share: Save:

ফি বর্ষায় জলে ডোবে পানিহাটি হাসপাতালের প্রবেশপথ। কোমর-জলে অ্যাম্বুল্যান্সও ঢুকতে পারে না। রোগীদেরও ভিজে ভিজেই পরিজনদের কোলে চেপে পৌঁছতে হয়। হাসপাতালের ভিতরে তো বটেই, বহির্বিভাগও জল থৈ থৈ করে। প্যান্ট গুটিয়ে বসতে হয় চিকিৎসকদের। প্রতি মরসুমে এটাই পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের চেনা ছবি।

এই সমস্যা নিয়ে বহু বার দরবার করা হয়েছে রোগী কল্যাণ সমিতির কাছে। কিন্তু সমস্যার সমাধানে এত দিন শুধুই আলোচনা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী এই হাসপাতালের বর্ষাকালীন দুরবস্থার কথা জেনে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়কে ডেকে আলোচনা করেন। তার পরেই হাসপাতালে ঢোকার রাস্তা উঁচু করার জন্য মুখ্যমন্ত্রী সরকারি তহবিল থেকে ৫৭ লক্ষ টাকা দেন ও এই বর্ষার আগেই কাজ শেষ করার নির্দেশ দেন। নির্মলবাবুও হাসপাতাল সংস্কার ও চিকিৎসার সরঞ্জাম কিনতে দিয়েছেন ২৫ লক্ষ টাকা।

বৃহস্পতিবার কাজ শুরু করা হলেও আচমকা বৃষ্টি নামায় মাঝপথে বন্ধ করে দিতে হয়। তবে ব্যারাকপুরের মহকুমা শাসক পীযূষ গোস্বামী বলেন, ‘‘২৫০ মিটারের কংক্রিটের রাস্তাটি হলে মানুষ উপকৃত হবেন। আপাতত হাসপাতালের পিছন দিকের একটি রাস্তা দিয়ে রোগীদের ঢোকানো ও বার করা হবে।’’ কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, হাসপাতালের ভিতরেও কিছু দিনের মধ্যেই সংস্কারের কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

panihati Hospital Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE