Advertisement
১১ মে ২০২৪

‘নয়ে নয়’ তৃণমূল

বিধানসভা ভোটের আগে থেকেই সাগর ব্লকে একের পর এক বিরোধী দল পরিচালিত পঞ্চায়েতগুলি দখলের কাজ শুরু করেছিল তৃণমূল। সেই কাজ শেষ হল শুক্রবার।

নিজস্ব সংবাদদাতা
সাগর শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৩
Share: Save:

বিধানসভা ভোটের আগে থেকেই সাগর ব্লকে একের পর এক বিরোধী দল পরিচালিত পঞ্চায়েতগুলি দখলের কাজ শুরু করেছিল তৃণমূল। সেই কাজ শেষ হল শুক্রবার।

এ দিন সাগর ব্লকে সিপিএমের দখলে থাকা শেষ পঞ্চায়েত মুড়িগঙ্গা পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। এ দিনই মুড়িগঙ্গা ২ পঞ্চায়েতেও নির্বাচিত হয়েছেন তৃণমূলের নতুন প্রধান। ফলে সাগরের ৯টি পঞ্চায়েতই তৃণমূলের দখলে চলে এল। যদিও সিপিএম নেতাদের অভিযোগ, প্রভাব খাটিয়ে এবং গায়ের জোরে পঞ্চায়েত দখল করছে তৃণমূল।

বিধানসভা ভোটের আগে সিপিএমের হাত থেকে ধসপাড়া ২ পঞ্চায়েতটির দখল নিয়েছিল তৃণমূল। বিধানসভা ভোটের পরে সিপিএমের থেকে তৃণমূলের দখলে আসে রামকরচর অঞ্চল। এ ছাড়াও, মাস কয়েক আগে মুড়িগঙ্গা ২ নম্বর পঞ্চায়েতের সিপিএমের উপপ্রধান তরুণকান্তি বেরা-সহ নির্দল এবং সিপিএমের ৪ জন তৃণমূল যোগ দেন। ৩০ অগস্ট সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়। শুক্রবার ওই পঞ্চায়েতের তৃণমূলের নতুন প্রধান হয়েছিলেন অলোকা মণ্ডল।

এরপরে সাগর ব্লকে সিপিএমের হাতে সবেধন নীলমণির মতো পড়েছিল মুড়িগঙ্গা ১ পঞ্চায়েত। এর নির্দল উপপ্রধানের সঙ্গে দুই নির্দল সদস্য আগেই যোগ দিয়েছিলেন তৃণমূলে। শুক্রবার সেটিও চলে এল তৃণমূলের হাতে।

এ দিন সাগরের মন্দিরতলায় এক অনুষ্ঠানে সাগরের বিধায়ক তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরা, পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা মাইতিদের উপস্থিতিতে সিপিএমের প্রধান নন্দরানি বারিক তৃণমূলে যোগ দেন। ফলে এই পঞ্চায়েতের ১৪টি আসনের ১১টিই তৃণমূলের দখলে এল। তৃণমূল সূত্রের খবর, সিপিএমের প্রধান যেহেতু সরাসরি তৃণমূলে চলে এসেছেন বলে তাঁকেই প্রধান রেখে দেওয়া হবে।

সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, ‘‘এখন তৃণমূল এবং প্রশাসনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, গায়ের জোরে বিরোধীদের হাতে থাকা সব পঞ্চায়েতের দখল নেওয়া। এটা একটা অন্য ধারার রাজনীতি।’’

অন্য দিকে, বিধায়ক বঙ্কিম হাজরার অবশ্য দাবি, প্রভাব খাটিয়ে বা গায়ের জোরে পঞ্চায়েতের দখল নেওয়ার অভিযোগ মিথ্যা। তিনি জানান, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতেই অনেকে দল বদল করে তৃণমূলের সঙ্গে চলে আসছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vidhan sabha election TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE