Advertisement
E-Paper

রাজধর্ম পালনে বিচ্যুতি ঘটাতেই কি বিষবাষ্পে ছেয়ে যাচ্ছে চারপাশ?

আরও এক বার মনে পড়ে যায়, ১৬ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অমোঘ সেই সতর্কবাণী। দাঙ্গাবিধ্বস্ত গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজপেয়ী মনে করিয়ে দিয়েছিলেন রাজধর্ম পালনের কথা। রাজধর্মে কি বিচ্যুতি ঘটছে আবারও?

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০০:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঈশান কোণে মেঘ জমলে তাকে কি নিছকই বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়া যায়? ঘরপোড়া গরু জানে, যায় না। কানপুরে যখন এক হিন্দু মেয়ের সঙ্গে ‘বন্ধুত্বের অপরাধে’ এক মুসলিম যুবককে গণপ্রহারের শিকার হতে হয় অথবা কালিয়াচকের বাঙালি যুবক ভারতের প্রধানমন্ত্রীর নাম বলতে না পারার কারণে চড়-চাপড় খান বস্তুত তিনি মুসলিম বলেই, তখনও কি এই সব ঘটনাকে নিছকই বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেব আমরা?

কথাটা এই জন্যই তোলা, শাসক শিবির অন্যায় কার্যকলাপকে নেহাতই বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এসেছে সতত। এই ধরা যাক না, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার যে ন্যক্কারজনক ছবিটা দেখা গেল, প্রত্যাশিত ভাবেই সরকার তথা তৃণমূল নেতৃত্ব তাকে বিরাট কর্মকাণ্ডে ‘সামান্য কয়েকটা ঘটনা’ বলে যথাসম্ভব নগণ্য করার চেষ্টা করল। এ দেশের বিভিন্ন প্রান্তে যখন গোমাংসের নামে মুসলমানদের হত্যা হয় অথবা ভিন্নতর কোনও কারণে অত্যাচার হয় দলিতের উপর, তখনও বিজেপি শিবিরের থেকে উঠে আসে একই উচ্চারণ— এ সব নিতান্তই বিচ্ছিন্ন ঘটনা। ‘বিচ্ছিন্ন’ এই সব ঘটনা দেখে আমরাও হয়তো বা পাশ ফিরি, কিছু আলোড়নের পর উদাসীন হই। এক দিন আচমকা ঘুম ভাঙে আমাদের, বিপদ যখন নিজের বাড়ির চৌকাঠে পা বাড়ায়।

অথচ, ‘অচ্ছে দিনে’র স্বপ্ন ছিল। এ দেশের অগণিত মানুষের বিপুল প্রত্যাশা ছিল। ‘নীতিপঙ্গুত্ব’ থেকে মুক্তি পাওয়ার অদম্য এক বাসনা ছিল। অতএব, নিশ্চিত কিছু উন্নতি হওয়ার প্রস্তুতি ছিল গোটা দেশ জুড়ে। আর্থিক দিকে সেই বিকাশের কোনও লক্ষণ এখনও দেখা যায়নি। ছিল একটু পারমার্থিক দিক, যেখানে বিভেদ-বৈচিত্র্যের মধ্যেও মিলনের একটা ইচ্ছা ছিল। আর কিছু না থাক, নিজেকে মৌলবাদী বলে প্রমাণ করার দম্ভটুকু থেকে মুক্ত ছিল এ দেশ। গত কয়েক বছরে সেই পারমার্থিক দিকটুকুও যেতে বসেছে। মনে রাখতে হবে, ট্রাম্পের জমানায় শ্বেতাঙ্গ মৌলবাদীদের সদম্ভ প্রত্যাবর্তন যতটা অশনি সঙ্কেতের চিহ্ন বহন করে, ঠিক ততটাই উদ্বেগের ক্ষেত্র প্রস্তুত করে সাম্প্রতিক ভারতের গৈরিক সন্ত্রাসের সদর্প আস্ফালন।

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন
প্রধানমন্ত্রী কে জানিস না! সপাটে চড়, গালি

গণপ্রহার থেকে মুসলিম যুবককে বাঁচিয়ে সকলের ‘হিরো’ এই শিখ পুলিশকর্মী

তখনই আরও এক বার মনে পড়ে যায়, ১৬ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অমোঘ সেই সতর্কবাণী। দাঙ্গাবিধ্বস্ত গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজপেয়ী মনে করিয়ে দিয়েছিলেন রাজধর্ম পালনের কথা। রাজধর্মে কি বিচ্যুতি ঘটছে আবারও? এবং সেই কারণেই, দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিষবাষ্পের কুণ্ডলী? সেই জন্যেই বলছিলাম, এই সব কিছুকে কি বিচ্ছিন্ন বলে দেখব আমরা? নেহাতই অকিঞ্চিৎকর?

ঈশান কোণে মেঘ কি সত্যিই বিচ্ছিন্ন হয়? আকাশের কি তাই মনে করে?

Newsletter Anjan Bandyopadhyay অঞ্জন বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy