জাপানে খাদ্যপণ্যের, বিশেষত চালের, তুমুল মূল্যবৃদ্ধির মধ্যেই ‘রসিকতা’ করেছিলেন কৃষিমন্ত্রী তাকু এটো। বলেছিলেন, তাঁকে চাল কিনতেই হয় না— সমর্থকরা এত চাল পাঠান যে, তাতেই চলে যায়। রসিকতায় দেশবাসী হাসেননি, বরং প্রবল বিক্ষোভের মুখে পড়লেন এটো। এতটাই যে, শেষে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে পদত্যাগ করলেন। অন্য কোনও দেশের অধিবাসীদের হয়তো মনে পড়ল, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তাঁদের অর্থমন্ত্রী কী বলেছিলেন। কোন রসিকতা কোথায় নিরাপদ, সেটাও বোঝার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)