Advertisement
E-Paper

লন্ডন ডায়েরি

দুর্ঘটনায় একটা পা কাটা পড়ার পর যখন তাঁকে প্রস্থেটিক বা নকল পা নিতে হয়, তিনি তাতে জুড়ে নিয়েছিলেন একটা লাল রঙের বুট, সাজিয়েছিলেন লাল সিল্কে আর চিনা ড্রাগনের ছবিতে।

শ্রাবণী বসু

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০০:৩৬
অপরাজিতা: ফ্রিডা কাহ্‌লো

অপরাজিতা: ফ্রিডা কাহ্‌লো

শরীরকেই ক্যানভাস করেছিলেন ফ্রিডা

মেক্সিকোর শিল্পী ফ্রিডা কাহ্‌লো (১৯০৭-১৯৫৪)-র কাছে নিজের আঁকা ছবির মতোই গুরুত্বপূর্ণ ছিল নিজের পরিচ্ছদও। দুর্ঘটনায় একটা পা কাটা পড়ার পর যখন তাঁকে প্রস্থেটিক বা নকল পা নিতে হয়, তিনি তাতে জুড়ে নিয়েছিলেন একটা লাল রঙের বুট, সাজিয়েছিলেন লাল সিল্কে আর চিনা ড্রাগনের ছবিতে। আর এক দুর্ঘটনায় যখন দুমড়ে যায় তাঁর শরীর, তাঁকে পরতে হয় করসেট, তাকেও সাজিয়ে তুলেছিলেন হরেক ছবিতে, যার মধ্যে ছিল কাস্তে আর হাতুড়িও। সাম্যবাদে বিশ্বাসী ফ্রিডা শরীরকেও করে নিয়েছিলেন নিজের ক্যানভাস। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজ়িয়ামে চালু হল ফ্রিডার ওয়ারড্রোবের প্রদর্শনী। ‘ফ্রিডা কাহ্‌লো: মেকিং হার সেল্ফ আপ’। সেখানে দেখা যাবে ফ্রিডার সংগ্রহে থাকা জ্যাকেট, স্কার্ট, হাতে আঁকা করসেট, নেকলেস, মেক-আপ এবং আরও অনেক কিছু। থাকছে তাঁর প্রস্থেটিক পায়ের লাল বুটটিও।

প্রদর্শনীতে থাকা বেশির ভাগ জিনিসেরই সন্ধান পাওয়া গিয়েছিল ফ্রিডার মৃত্যুর অনেক বছর পরে, ২০০৪ সালে। মেক্সিকো সিটির যে বাড়িটিতে ফ্রিডা তাঁর স্বামী শিল্পী দিয়েগো রিভেরার সঙ্গে থাকতেন, সেই ব্লু হাউসে। ফ্রিডার মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত ড্রেসিং রুমটিতে তালা লাগিয়ে দিয়েছিলেন দিয়েগো। মৃত্যুর অর্ধশতক পরে খোলা হল সেই তালা। এত বছর পরেও ফ্রিডার ব্যক্তিগত স্টাইল রীতিমতো জনপ্রিয়। এই প্রদর্শনীর উদ্বোধনী রাতে ঢল নেমেছিল তারকাদের। তাঁরা প্রত্যেকেই উজ্জ্বল রঙের পোশাক পরে এসেছিলেন, ফ্রিডার প্রতি শ্রদ্ধা জানাতে। হাজির ছিলেন হলিউডের অভিনেত্রী সালমা হায়েকও। শিল্পীর জীবনের ওপর নির্মিত ছবিতে ফ্রিডার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

নিলামে গাঁধীর চিঠি

১৯৪০ সালে মহাত্মা গাঁধী তৎকালীন ত্রিবাঙ্কুরের দেশীয় রাজার বিরুদ্ধে আন্দোলনরত সত্যাগ্রহী জি রামচন্দ্রনকে এক চিঠিতে লিখেছিলেন, ‘‘যদি ক্লান্ত হয়ে পড়ো, আন্দোলনের সত্যের সঙ্গে সমঝোতা না করেই সত্যাগ্রহ বন্ধ রাখতে পারো। আর যদি বাইরের টাকা বা কোনও সমর্থন ছাড়াই আন্দোলন চালিয়ে যেতে পারো, কোনও ভয় নেই...।’’ রামচন্দ্রনকে লেখা গাঁধীর এমনই তিনটি চিঠি জুলাইয়ে নিলামে উঠছে সাদবি-তে। প্রত্যাশা, দশ থেকে পনেরো হাজার পাউন্ড অবধি দাম উঠবে। আর এক অনুগামী, যমুনাবেনকে লেখা তিনটি পোস্টকার্ডও উঠছে নিলামে। তার প্রত্যাশিত দাম ৬,০০০ পাউন্ড। যমুনাবেনকে লিখেছিলেন গাঁধী, ‘‘সবেরই নির্দিষ্ট আয়ু আছে। সেই আয়ু ফুরোলে শেষ হতেই হবে। এ বিষয়ে সহনশীল না হয়ে উপায় নেই।’’

বাবার বিড়ম্বনা

নায়িকা: ফ্রিডা পিন্টো

আরও এক বার বাবাকে নিয়ে বিড়ম্বনায় প়ড়লেন ডাচেস অব সাসেক্স, মেগান মার্কল। পাপারাৎজ়িদের ছবি তুলতে দিয়ে রাজকীয় বিবাহবাসরে আমন্ত্রণ হারিয়েছিলেন টমাস মার্কল। সম্প্রতি এক ব্রিটিশ টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিলেন তিনি। বললেন, হ্যারিকে তিনি মেয়েকে বিয়ে করার অধিকার দিয়েছিলেন একটি শর্তে— কখনও তার গায়ে হাত তোলা যাবে না। আরও জানালেন, রাজপুত্র হ্যারি নাকি ‘ব্রেক্সিট’-এর বিরোধী ছিলেন না, তিনি ডোনাল্ড ট্রাম্পকেও ‘একটা সুযোগ’ দেওয়ার পক্ষপাতী। কেনসিংটন প্যালেসের মুখে কুলুপ, কারণ রাজপরিবার রাজনৈতিক প্রশ্নে নিরপেক্ষ থাকবে, এটাই দস্তুর। বিয়েতে তিনি উপস্থিত থাকবেন না, এই খবর পেয়ে মেয়ে মেগান নাকি কেঁদে ফেলেছিলেন, জানালেন টমাস। তাঁর গলায় আফসোসের সুর। বললেন, যে অনুষ্ঠানে তিনি মেয়ের হাত ধরে আইল-এ হাঁটতে পারতেন, তার ইতিহাসের একটি সামান্য পাদটীকা হয়েই থেকে গেলেন তিনি। তবে, সেই আফসোসে তাঁর চলার ধরন পাল্টাবে, এমন দাবি করা মুশকিল। এই সাক্ষাৎকারেই যে ভঙ্গিতে তিনি মেয়েকে বিপাকে ফেলেছেন, তাতে মেগান মার্কল সম্ভবত বাবাকে নিয়ে বিশেষ আশাবাদী নন।

পর্দায় ভারত

এই সপ্তাহে তাবরেজ় নুরানির ছবি ‘লাভ সোনিয়া’-র ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে শুরু হচ্ছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। ছবিতে অভিনয় করেছেন ফ্রিডা পিন্টো, রিচা শর্মা, অনুপম খের, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও ও হলিউডের তারকা ডেমি মুর। দুনিয়া জুড়ে চলা মানব পাচার চক্র নিয়েই ছবিটি। এ ছাড়াও আছে বাংলার মন্বন্তর নিয়ে জয় বন্দ্যোপাধ্যায় ও পার্থ ভট্টাচার্যের তথ্যচিত্র ‘বেঙ্গল শ্যাডোজ়’; প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের পেশাদারি ও ব্যক্তিগত জীবন নিয়ে সঙ্গীতা দত্তের ছবি ‘বার্ড অব ডাস্ক’। ঋতুপর্ণকে নিয়ে ছবিটিতে কথা বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, নন্দিতা দাস-সহ আরও অনেকে।

London Diaries
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy