আচমকা বোমা বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে! বুধবার রাতের ওই ঘটনায় গুরুতর জখম হল এক শিশু। রাতেই তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসা চলছে শিশুটির। ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। কোথা থেকে ওই বোমা এল, তার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খড়িমাচান এলাকায় বুধবার রাতে ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা জানাচ্ছেন, একটি পরিত্যক্ত ঘরের ভিতরে খেলতে খেলতে চলে গিয়েছিল শিশুটি। হঠাৎ ঘরের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ছুটে গিয়ে সকলে দেখেন, বোমা ফেটে জখম অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। তবে কী ভাবে ওই পরিত্যক্ত ঘরের ভিতরে বোমা এল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাসন্তী থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইতস্তত ছড়িয়েছিটিয়ে রয়েছে বোমার সুতলি। চাপ চাপ রক্তও পড়ে রয়েছে চারদিকে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। অন্য দিকে, জখম শিশুটিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।