আইসল্যান্ডের এক বাগানে দেখা গেল তিনটি মশা। বিলক্ষণ চিন্তার ব্যাপার: বিশ্বের হাতে-গোনা যে স্থলভাগ এতকাল মশাহীন নিশিদিন বলে গর্ববোধ করত, আইসল্যান্ড তার একটি। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের জেরেই নাকি এই কাণ্ড, শীতল রক্তের মশা গরম জল-হাওয়া পেয়ে হিমবাহের দেশে হাজির। এ বার মশারি, মশার ধূপ বিক্রিও শুরু হল বলে: ম্যালেরিয়া, ডেঙ্গিও হতে কত ক্ষণ! আইসল্যান্ডের উচিত ভারতের পরামর্শ নেওয়া, মশা বিষয়ে আমরা জগৎসভায় শ্রেষ্ঠ কিনা!
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)