E-Paper

যৎকিঞ্চিৎ

একটা রাজ্যওয়ারি তালিকাও তৈরি হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ গোল্লা পেয়েছে ‘গিবলি’ উচ্চারণে।

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ০৮:৫২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বছর-শেষে সালতামামির নানা লিস্টি বেরোয়, তারই একটায় সদ্য জানা গেল এমন কুড়িটা শব্দ, ভারতীয়রা যা বছরভর সবচেয়ে বেশি ভুল উচ্চারণ করে এসেছেন। কয়েকটা শব্দ দেখে চোখ কপালে উঠতে পারে: ওয়াটার, অডিয়ো, শিডিউল, ফ্লাওয়ার, উইমেন-এর মতো শব্দেরও ভুল উচ্চারণ সম্ভব! প্রমাণ হল, সহজ কথা যায় না বলা সহজে। একটা রাজ্যওয়ারি তালিকাও তৈরি হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ গোল্লা পেয়েছে ‘গিবলি’ উচ্চারণে। বাঙালি বরাবর ‘ট্রেন্ড’-এর বিপরীতে হাঁটে কিনা!

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

English Words

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy