তিব্বতের ভাষা সম্পর্কে আগ্রহীদের জন্য বিশেষ কোর্স করার সুযোগ। দার্জিলিং গভর্নমেন্ট কলেজের টিবেটিয়ান বিভাগের তরফে ওই কোর্সটি কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামের অধীনে করানো হবে। সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে তিব্বতের সংস্কৃতির পাঠও পড়াবেন কলেজের টিবেটিয়ান বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা।
কোর্স চলাকালীন এই বিশেষ জাতির সংস্কৃতির সম্পর্কে কি শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়া হবে? এই বিষয়টি জানতে টিবেটিয়ান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লুংডুপ সোমো ভুটিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, দার্জিলিং এবং কালিম্পংয়ে বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী তিব্বতি জনজাতির ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য ফিল্ড স্টাডি ট্যুর করানো হবে। একই সঙ্গে তিব্বতি ভাষার বিলুপ্তপ্রায় লিপির বিষয়েও চর্চা করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

তিব্বতি ভাষার বিলুপ্তপ্রায় লিপি, ভাষা এবং সংস্কৃতির বিষয়ে শেখার সুযোগ পাবেন। ছবি: সংগৃহীত।
বিভাগের তরফে আরও জানানো হয়েছে, সেমিনার, বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে বিষয়গুলি শেখার অভিজ্ঞতা যাতে অর্জন করা যেতে পারে, তারও ব্যবস্থা করা হবে। শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্যই নয়, বরং দৈনন্দিন জীবনে সার্বিক জীবনযাপন যাতে আরও সুস্থতা এবং মননশীলতার পথ দেখাতে পারে, সেই কারণেই ২০২২ থেকে শুরু হওয়া এই বিশেষ কোর্সটিতে বিভিন্ন বিভাগের পড়ুয়ারা যোগ দিয়ে থাকেন। জানা গিয়েছে, এই কোর্স সম্পূর্ণ করেছেন, এমন বেশ কিছু পড়ুয়াই বর্তমানে বুদ্ধিস্ট স্টাডিজ় কিংবা সমতুল্য বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন।
এক বছরের এই কোর্সটি যে কোন বিষয় নিয়ে যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের স্নাতকস্তরে পাঠরত পড়ুয়ারা করতে পারবেন। এ ছাড়াও স্বীকৃত সংস্থায় কর্মরত ব্যক্তিরাও এই কোর্সটি করার সুযোগ পাবেন। মোট ৫০টি আসনে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোট এক বছরের এই কোর্সটি অফলাইনে সম্পূর্ণ হবে।
সরাসরি কলেজে উপস্থিত থেকে প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। কলেজের ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনের শেষ দিন ২৮ মার্চ। ক্লাস শুরু হবে ৪ এপ্রিল থেকে।