সদ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তরফে বেহালা কলেজকে স্বশাসিত স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২৩-এ ‘নাক’-এর মূল্যায়নে এ++ গ্রেড পেয়েছিল এই কলেজ।
কলেজের অধ্যক্ষা শর্মিলা মিত্র আগেই জানিয়েছিলেন, স্বশাসিত তকমার পাওয়ার পর চলতি শিক্ষাবর্ষ থেকেই স্নাতকোত্তর স্তরের পাঠ শুরু করা হবে। সেই মতো বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে কলেজের ওয়েবসাইটে। স্নাতক স্তরের ভর্তি অবশ্য অভিন্ন পোর্টাল দ্বারাই হয়েছে।
কলেজের স্নাতকোত্তর স্তরের কোঅর্ডিনেটর মলয়েন্দু মাইতি জানিয়েছেন, বাংলা, ইংরেজি ও ইতিহাসে মাস্টার অফ আর্টস ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। প্রতিটি বিভাগে মোট ৫০টি করে আসন রয়েছে। রসায়ন (আসন সংখ্যা ৩০টি), ভূগোল (আসন সংখ্যা ৪০টি) এবং গণিত (আসন সংখ্যা ৪০টি) বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি পড়া যাবে। এ ছাড়াও জিয়ো ইনফরমেটিক্স এবং ডেটা সায়েন্স ও অ্যানালেটিক্স নিয়েও পড়ার সুযোগ রয়েছে বেহালা কলেজে। ভর্তির আবেদনের স্নাতক স্তরে অন্তত ৪৫ শতাংশ নম্বর-সহ অনার্স যোগ্যতা থাকতে হবে।
আরও পড়ুন:
মলয়েন্দু আরও জানিয়েছেন, চলতি বছর ভর্তির জন্য কোনও প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা হচ্ছে না। প্রার্থীদের স্কুল, কলেজ স্তরের মেধাতালিকার উপর ভিত্তি করেই ভর্তি নেওয়া হবে। ভর্তির আবেদনের জন্য প্রথমে বেহালা কলেজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।