দীর্ঘদিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হয় না। ফলে ধাপে ধাপে শিক্ষক ঘাটতি ৫০ শতাংশ এবং শিক্ষাকর্মীর ঘাটতি ৭০ শতাংশ। এ বার এই শূন্যপদে নিয়োগ করতে চলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট অনুমোদন দিল এই নিয়োগের।
বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকপদের সংখ্যা ৮৬০। তার মধ্যে ফাঁকা রয়েছে ৪৫৫ টি আসন। শিক্ষাকর্মীর ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি। মোট আসন রয়েছে শিক্ষাকর্মী ক্ষেত্রে ৫ হাজার মতো। আর সেখানে ১৫০০ কর্মী রয়েছেন। শেষ শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে ২০০৫-০৬ সালে। তারপর আর নিয়োগ হয়নি। বিশ্ববিদ্যালয় ঠিক মতো পরিচালনার জন্য শূন্যপদ পূরণ নিয়ে সিন্ডিকেট বিস্তারিত আলোচনা হয়। অনুমোদনও দেযন সিন্ডিকেট সদস্যেরা।
তবে বর্তমানে জাতিসংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় নিয়োগের ক্ষেত্রে আইনকে গুরুত্ব দিতে চাইছেন কর্তৃপক্ষ। ২০২২ সালে শিক্ষক নিয়োগের শেষ বিজ্ঞপ্তি হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর আর কোনও নিয়োগ করা হয়নি। সূত্রের খবর, নতুন করে বিজ্ঞপ্তি না দিয়ে আগের বিজ্ঞপ্তি থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কাজ দ্রুত শুরু করবেন তাঁরা।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানিয়েছেন, ‘‘প্রথমে শিক্ষক নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়ায় কিছুটা এগোলে শিক্ষাকর্মী স্থায়ী পদে নিয়োগের প্রক্রিয়ায শুরু হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগ করতে হবে।’’
বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে সেখানে এখন শিক্ষক সংখ্যা দাঁড়িয়েছে এক। এমবিএ, জার্নালিজম ও নিউরোসায়েন্সের শিক্ষক সংখ্যা এই মুহূর্তে ১। বিশ্ববিদ্যালয় মোট ৬০ বিভাগ রয়েছে তার মধ্যে বেশ কিছু বিভাগ রয়েছে যাদের শিক্ষক সংখ্যা ১০ এর নীচে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।