কলকাতা বিশ্ববিদ্যালয়ে রয়েছে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
কেমিক্যাল টেকনোলজি বিভাগে পিএইচডি-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
সিরামিক ইঞ্জিনিয়ারিং (দু’টি), পেট্রোকেমিক্যালস এবং পেট্রোলিয়াম রেফারেন্স ইঞ্জিনিয়ারিং (দু’টি), ফার্মাসিউটিক্যাল এবং ফাইন কেমিক্যাল টেকনোলজি (তিনটি)— এই তিনটি বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। মোট আসনসংখ্যা সাতটি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর ব্যাচেলর অফ টেকনোলজি/ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষা (লিখিত ও ইন্টারভিউ)-এ দিতে হবে, সেখানে উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে সুযোগ মিলবে। এ ছাড়াও মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ সায়েন্স ডিগ্রির সঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে শুধু ইন্টারভিউ দিতে হবে। সে ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে না আগ্রহীদের।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর ১০০ টাকার আবেদনমূল্য জমা দেওয়া দরকার। শেষে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। ২৬ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রবেশিকার তারিখ ১৮ জুন এবং ইন্টারভিউ হবে ২০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।