রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তরের পর গবেষণার ইচ্ছে থাকলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সংখ্যক আসনে গবেষণার জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
আলিপুর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। মোট ১০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। রাজ্য সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য রাখা হবে কিছু আসন।
আবেদনকারীদের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য নম্বরে পাঁচ শতাংশ ছাড় থাকবে।
আরও পড়ুন:
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বর। পরীক্ষা চলবে দু’ঘণ্টা ধরে। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই ইন্টারভিউ রাউন্ডের জন্য প্রার্থীদের ডাকা হবে। যাঁরা নেট/ সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ বা যাঁদের এমফিল রয়েছে, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি উল্লিখিত লিঙ্কটি পূরণ করে পিএইচডি-র জন্য আবেদন জানাতে হবে। অনলাইনেই জমা দিতে হবে আবেদনমূল্য বাবদ ১০০ টাকা। আগামী ৪ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।