Advertisement
E-Paper

ফলঘোষণা উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের, জয়জয়কার রামকৃষ্ণ মিশনের, সম্ভাব্য প্রথম দশে আর কারা?

এ বছর পরীক্ষার্থী ছিল ৬,৬০,২৬০ জন। শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে ৬,৪৫,৮৩২ জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১৮
Ramakrishna Mission Vidyapith Purulia

রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। ছবি: সংগৃহীত।

উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলঘোষণা হল শুক্রবার। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ঘোষণা করা হল ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ দিন ফলঘোষণা করেন।

সারা দেশের মধ্যে প্রথম এ রাজ্যেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা হল সেমেস্টার পদ্ধতিতে। মোট ৬,৬০২৬০ জন পরীক্ষার্থীর বসার কথা ছিল এই পরীক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে ৬৪৫৮৩২ জন। পাশের হার ৯৩.৭২ শতাংশ, ২০১১-র পর যা সর্বাধিক বলেই জানাচ্ছে সংসদ।

এই পর্বে প্রথম দশের সম্ভাব্য মেধাতালিকায় রয়েছে ৬৯ জন। রইল পূর্ণাঙ্গ তালিকা—

১) প্রথম— ৯৮.৯৭ শতাংশ

প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

২) দ্বিতীয়— ৯৮.৯৫ শতাংশ

অতনু বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৃজন পরিছা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

ত্রিদেব চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

তপোব্রত দাস, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগাতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, বীরভূম।

অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অর্ঘিন্ন সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

ঐতিহ্য পাচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অদ্রিত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৩) তৃতীয়— ৯৮.৯২ শতাংশ

সোহম ভৌমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৪) চতুর্থ— ৯৮.৪২ শতাংশ

দীপান্বিতা পাল, দৌলতপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।

মনীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর।

আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

জয় হিরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

দিবপ্রিয়া মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

সাগ্নিক ঘটক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

ঋতব্রত ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

৫) পঞ্চম— ৯৮.৩৮ শতাংশ

রেহান রিজভি শেখ। আবদুল মোতালিব হাই মাদ্রাসা, হাওড়া।

সৌম্যদীপ মিশ্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৬) ষষ্ঠ—৯৭.৮৯ শতাংশ

সূর্য বর্মন, মাথাভাঙ্গা হাই স্কুল, কোচবিহার।

আবির ভট্টাচার্য, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সোহনদীপ খাটুয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অভ্রনীল চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

স্বতন্ত্র জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আয়ুষ ঘোষাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

রৌনক দে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৈকত সর্দার, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

তুহিন আখতার, মডেল স্কুল, মুর্শিদাবাদ।

সৌমদীপ ধারা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

ময়ূখ পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অনুপ ভাট, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

৭) সপ্তম— ৯৭.৮৪ শতাংশ

সৌহার্দ্য দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৃজন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৌরাশিস দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অনীশ গাঁতাইত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৮) অষ্টম— ৯৭.৫০ শতাংশ

গোলাম ফৈজল। কলকাতা মাদ্রাসা এপি ডিইপিটিটি, কলকাতা।

৯) নবম— ৯৭.৩৭ শতাংশ।

পল্লবকুমার ভওয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সমর্পণ বিশ্বাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আদিত্যরঞ্জন রায়, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, উত্তর ২৪ পরগনা।

সায়ন্তন দত্ত, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।

অদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাই স্কুল, কলকাতা।

শুভায়ন মণ্ডল, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, বীরভূম।

মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

দীপ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌম্যদীপ খাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সাদমান আবতাহি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সর্বজিৎ দাস, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সোহম ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

১০) দশম—৯৭.৩০ শতাংশ

শুভম রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

ঋত্বিক দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

শুভদীপ সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৌমাল্য পাত্র, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আবু লাহিল সিদ্দিকি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।

শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

স্নেহা সুরাই, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, কলকাতা।

নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

রেহান আনসারি, রামনারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন, হুগলি।

WB HS Result 2026 HS Result WB HS Result
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy