Advertisement
১১ মে ২০২৪
CLAT

ক্ল্যাট পরীক্ষা দিয়েছিলেন? প্রকাশিত হয়েছে উত্তর সঙ্কেত

দ্বাদশ শ্রেণির পর যে সমস্ত শিক্ষার্থী দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-এর অভ্যন্তরে আইন নিয়ে পড়াশোনা করতে চান তাঁদের ক্ল্যাট পরীক্ষা দিতে হয়।

ক্ল্যাট।

ক্ল্যাট। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৩:৩৮
Share: Save:

কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৩-এর চূড়ান্ত উত্তর সঙ্কেত (আনসার কী) প্রকাশিত হয়েছে। দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউএস)-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে উত্তর সঙ্কেত।

গত ১৮ ডিসেম্বর প্রাথমিক উত্তর সঙ্কেত প্রকাশিত হয়েছিল। যেখানে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা অভিযোগ জানাতে পেরেছিলেন। ২২ ডিসেম্বর এনএলইউএস-এর তরফে চূড়ান্ত উত্তর সঙ্কেত প্রকাশ করা হল।

ক্ল্যাট-এর উত্তর সঙ্কেত কী ভাবে ডাউনলোড করবেন দেখুন:

  • দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি https://consortiumofnlus.ac.in/ এই ওয়েবসাইটে যেতে হবে প্রথমে।
  • হোমপেজ থেকে ‘ক্ল্যাট ২০২৩ উত্তর সঙ্কেত’ (Final Answer Key, CLAT 2023) লেখা লিঙ্কে যেতে হবে।
  • সেখানেই পরীক্ষার্থীরা ‘ক্ল্যাট ২০২৩ উত্তর সঙ্কেত’ দেখতে পাবেন।
  • পরবর্তী প্রয়োজন হলে যাতে এই উত্তর সঙ্কেত দেখা যায়, তার জন্য তা ডাউনলোড করে রাখতে পারেন।

১৮ ডিসেম্বর ২০২২-এ ক্ল্যাট পরীক্ষা হয়েছিল। সাধারণত, দ্বাদশ শ্রেণির পর যে সমস্ত শিক্ষার্থী দ্য কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-এর অধীনে আইন নিয়ে পড়াশোনা করতে চান বা আইন নিয়ে স্নাতক হওয়ার পর যাঁরা এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে চান, তাঁদের ক্ল্যাট পরীক্ষা দিতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CLAT Law Exam Entrance Test Lawyer India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE