Advertisement
E-Paper

সেপ্টেম্বরে ১২দিন ধরে চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কবে কোন পরীক্ষা? রইল সমগ্র সূচি

তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মোট ১২ দিন ধরে চলবে। সকাল ১০ থেকে ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে। বৃত্তিমূলক বিষয় এবং মিউজ়িক ও ভিসুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫-এ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৮:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। পরীক্ষা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মোট ১২ দিন ধরে চলবে। সকাল ১০ থেকে ১১টা ১৫ পর্যন্ত অর্থাৎ মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে। ভোকেশন্যাল বিষয় এবং মিউজ়িক ও ভিসুয়াল আর্টস পরীক্ষা শুরু হবে ১০টা থেকে, শেষ হবে ১০টা ৪৫-এ। রইল চলতি বছর পরীক্ষার সুচি—

পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর। ওই দিন বাংলা (এ), ইংরেজি (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু , সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পঞ্জাবি ভাষার পরীক্ষা হবে।

৯ সেপ্টেম্বর হবে হেলথ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার (এজিএলভি), পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রোসেসিং, টেলিকম। অর্থাৎ ওই দিন সব ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা হবে।

১০ সেপ্টেম্বর হবে ইংরেজি, বাংলা, হিন্দি , নেপালি এবং অল্টারনেটিভ ইংরেজি পরীক্ষা।

১১ সেপ্টেম্বর ইকোনমিকস, অ্যান্থ্রোপলজি, সায়েন্স অফ ওয়েলবিয়িং, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা হবে।

১২ সেপ্টেম্বর হবে ফিজ়িক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষা।

১৩ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক এবং ভিসুয়াল আর্টস বিষয়ে পরীক্ষা হবে।

১৫ সেপ্টেম্বর পরীক্ষা হবে রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অ্যাডাল্টিং, ইতিহাস বিষয়ের।

১৬ সেপ্টেম্বর রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজ়নেস স্টাডিজ় বিষয়ের পরীক্ষা।

১৮ তারিখ হবে শুধু দর্শন বিষয়ের পরীক্ষা। গণিত বিষয়ের পরীক্ষা হবে

১৯ তারিখ। ওই দিন একই সঙ্গে কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফারসি এবং আরবি বিষয়ের পরীক্ষা।

২০ সেপ্টেম্বর হবে সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষা।

২২ সেপ্টেম্বর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কোস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা দিয়ে শেষ হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টার।

High Secondary HS 2025 HS WBCHSE WBCHSE Exam 2025 school
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy