Advertisement
E-Paper

অঙ্গ সঞ্চালনার খুঁটিনাটি, লোককথায় মহিলাদের অবদান, রইল নানা কর্মশালার খোঁজ খবর

এশিয়াটিক সোসাইটি থেকে শুরু করে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট, একাধিক সরকারি প্রতিষ্ঠানের তরফে বিভিন্ন বিষয়ে কর্মশালা এবং প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়াশোনার মাঝেই কাজের দক্ষতা বৃদ্ধি কিংবা জ্ঞান অর্জনের সুযোগ মেলে। এ জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলির তরফে বিভিন্ন সময়ে কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। ২০২৬-এ কোথায় কী বিষয় নিয়ে শেখার সুযোগ পাওয়া যাবে, তার খোঁজ রইল।

লোককথায় মহিলাদের অবদান:

লোকসংস্কৃতি নিয়ে চর্চার সুযোগ। বাউল, পুতুলনাচ, ছৌ, ঝুমুর-সহ লোকসংস্কৃতির নানা বিভাগে মহিলাদের যোগদান এবং তাঁদের অবদান নিয়ে কর্মশালা হতে চলেছে। ওই কর্মশালায় যোগদানের জন্য ১,০০০ টাকা ফি হিসাবে দিতে হবে।

  • কোথায় হবে— এশিয়াটিক সোস্যাইটি।
  • কবে— ২৭ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— ১১ জানুয়ারি, ২০২৬।

অঙ্গ সঞ্চালন শিল্প, নৃত্য কর্মশালা:

রোজের জীবনে শরীরের চলনের নেপথ্য শিল্প নিয়ে চর্চা চলবে। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের নৃত্যকলা যেমন ওড়িশি, ময়ূরভঞ্জ ছৌ, নবরস, কলারিপায়াত্তু, কুট্টিয়ট্টম-এর কৌশলও শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৬-২১ ফেব্রুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— ছ’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— ১৮ বছরের বেশি বয়সী যে কোনও ব্যক্তি।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— ২৭ জানুয়ারি, ২০২৬।

নেটওয়ার্কিং-এর দুনিয়া সম্পর্কে সতর্কতা:

ইন্টারনেট নির্ভরতার যুগে তথ্য বা ব্যক্তি সুরক্ষাও সমান ভাবে গুরুত্বপূর্ণ। মোবাইল কিংবা ল্যাপটপ থেকে অসুরক্ষিত ওয়েবসাইটে প্রবেশ বিপদের কারণ হয়ে উঠতে পারে। এ সমস্ত বিষয় একটি বিশেষ কর্মশালার মাধ্যমে শেখানো হবে।

  • কোথায় হবে— মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)।
  • কবে— ৫-৯ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি-র শিক্ষক, অধ্যাপকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— ৩০ ডিসেম্বর।

সাইবার সুরক্ষার পাঠ:

কৃত্রিম মেধা কী ভাবে সাইবার সুরক্ষায় সহায়ক হয়ে ওঠে, তা নিয়ে চলবে বিশেষ কর্মশালা। হাতে কলমে বিশেষজ্ঞেরা কাজের প্রশিক্ষণও দেবেন।

কোথায় হবে— ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিইআর), কলকাতা।

  • কবে— ৯ থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— ১২ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— সাইবার সুরক্ষা, কৃত্রিম মেধা নিয়ে কর্মরত ব্যক্তি, শিক্ষক, গবেষক।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

প্ল্যাঙ্কটন সংগ্রহের কৌশল:

মিষ্টি জলে ভেসে বেড়ানো অণুজীব সংগ্রহের কৌশল শেখাতে বিশেষ ক্লাসের আয়োজন করা হবে। জলে এমন জীবের উপস্থিতি চিহ্নিত করা এবং নমুনা সংগ্রহের পর তা থেকে সংগ্রহের খুঁটিনাটিও শিখে নেওয়ার সুযোগ রয়েছে।

  • কোথায় হবে— সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট।
  • কবে— ২ থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— জীববিদ্যা কিংবা সমতুল বিষয়ের অধ্যাপক, শিক্ষক, গবেষক ও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
  • আবেদনের শেষ দিন— ১৫ জানুয়ারি, ২০২৬।
dance workshop Training Session
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy