Advertisement
E-Paper

সোমে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব: চলছে পরীক্ষা, ওএমআর শিট নিয়ে শঙ্কায় পরীক্ষার্থীরা

চলতি বছরে প্রশ্নপত্রের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষার হলে কোন‌ও রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০
Browsing through the pages of a book at the last minute outside a school in the city.

শহরের একটি স্কুলের বাইরে শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেওয়া। —নিজস্ব চিত্র।

সোমবার শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। দু’টি পর্বে পরীক্ষা নিয়ে শঙ্কা নিয়েই হলে প্রবেশ পরীক্ষার্থীদের। অভিভাবকদের গলায় ওএমআর শিটের জটিলতা নিয়ে চিন্তার সুর।

দ্বাদশের পরীক্ষার্থী স্নেহা সামন্ত বলল, “বছরের একবার পরীক্ষা অনেক ভাল ছিল। এ বছর মাত্র ৩৫ নম্বরের জন্য অনেক বেশি পড়তে হচ্ছে।”

এ বিষয়ে অভিভাবকরাও সহমত। জয়শ্রী পাল বলেন, “ওএমআর শিটে পরীক্ষাটাই খুব ভয়ের ব্যাপার। কোথাও কোনও কাটাকুটি হলে পরীক্ষা বাতিল হতে পারে। প্রথম বার ভুল হলেও সংশোধনের জায়গা নেই। এত চাপ নিয়ে পরীক্ষা, এটা সংসদের দেখা দরকার।”

সোমবার শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক। ওএমআর শিট শঙ্কা নিয়ে শিক্ষা সংসদ সভাপতি বলেন, “সেমেস্টার পদ্ধতিতে প্রথম এমন পরীক্ষা, তাই ছাত্রছাত্রীরা ভুল করলে উত্তরপত্র বদলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।” পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হচ্ছে। কোথাও কোন গন্ডগোল বা কোন অভিযোগ এখনও পর্যন্ত মেলেনি।

Officials of the Higher Secondary Education Council inspect the examination center.

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। নিজস্ব চিত্র।

কলকাতার সল্টলেকের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে সুকান্তনগর বিদ্যানিকেতন, লবণ হ্রদ বিদ্যাপীঠ, বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল, বেগম রোকেয়া স্কুলের পড়ুয়াদের সিট পড়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ২৪১। নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার্থীরা হলে ঢুকেছে। জানা গিয়েছে, এই কেন্দ্রে এখনও পর্যন্ত ১১ জন পরীক্ষার্থীর ওএমআর শিট বদলে দেওয়া হয়েছে।

চলতি বছরে প্রশ্নপত্রের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষার হলে কোন‌ও রকম ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা।

৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা সকাল ১০ টা থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার।

WBCHSE Exam Schedule 2025.

কবে কোন পরীক্ষা? গ্রাফিক্স: আনন্দবাজার ডট কম।

পরিসংখ্যান বলছে, প্রথম সেমেস্টারে ছাত্রদের তুলনায় মোট ৭৯,৫৮২ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছে। ২৩ টি জেলার ক্ষেত্রেই ছাত্রীদের সংখ্যা বেশি। মোট পরীক্ষাকেন্দ্র ২,১০৬টি। উচ্চ মাধ্যমিকে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীর সংখ্যা ৩৪২।

HS Exam 2025 WBCHSE News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy