গরমের ছুটিতে বা পুজোর সময় ঘুরতে গেলে দার্জিলিং, দিঘার মতো পর্যটন কেন্দ্রগুলিতে ট্যুরিস্ট ‘গাইড’-দের কমবেশি দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে তাঁরা ছবি তুলে দেওয়া বা ড্রাইভিংয়ের মতো কাজও করে থাকেন। পর্যটকদের ‘গাইড’ হিসাবেই তাঁরা দর্শনীয় স্থানের বৈচিত্র থেকে শুরু করে ইতিহাস, ভূগোল সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে থাকেন।
কারা হতে পারেন ‘গাইড’?
অষ্টম পাশ করার পর ‘গাইড’ হিসাবে কাজ করার সুযোগ থাকে। এ ছাড়াও, দ্বাদশ উত্তীর্ণ থেকে শুরু স্নাতক এবং ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও এই পেশায় আসতে পারবেন।
ছবি তুলতে পারা এবং সাবলীল কথোপকথনের দক্ষতা থাকা দরকার। ছবি: সংগৃহীত।
কী কী কোর্স করানো হয়?
- ট্যুরিজ়ম স্টাডিজ়, ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজ়ম ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, আর্কিয়োলজি-র মতো বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের পর পর্যটন মন্ত্রকের তরফে লাইন্সেস অর্জন করেও ‘গাইড’ হিসাবে কাজের সুযোগ পেতে পারেন। এই কোর্সগুলি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়।
- আবার পেশাদার কোর্স এবং সরকারি কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে শংসাপত্র অর্জনের মাধ্যমে ‘গাইড’ হিসাবে কাজ করতে পারবেন। ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, বৃত্তিমূলক শিক্ষা সংসদের তরফে পর্যটন শিল্পের ‘গাইড’ হিসাবে প্রশিক্ষণমূলক কোর্স করানো হয়ে থাকে।
- রাজ্যের পর্যটন বিভাগের তরফে অষ্টম উত্তীর্ণ ব্যক্তিদের ‘গাইড’ হিসাবে প্রশিক্ষণমূলক কোর্স করানো হয়ে থাকে। এ ছাড়াও কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ‘হেরিটেজ় ট্যুর গাইড’ ট্রেনিং প্রোগ্রাম এবং ‘ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রোগ্রাম’; মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড অন্ত্রপ্রনিয়রশিপের এক বছরের ক্রাফ্টসমেন ট্রেনিং স্কিমের অধীনে ‘ট্যুরিস্ট গাইড’ প্রোগ্রাম এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের তরফে ‘প্রফেশনাল ট্যুর গাইডিং অ্যান্ড ম্যানেজমেন্ট’ কোর্সের মাধ্যমে ‘গাইড’ হওয়ার প্রশিক্ষণ এবং শংসাপত্র দেওয়া হয়ে থাকে।
খরচ কেমন?
- স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ট্যুরিজ়ম কিংবা সমতুল কোর্সের ক্ষেত্রে ১০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা কিংবা তার বেশি টাকা ফি হিসাবে ধার্য করা হয়ে থাকে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যানেজমেন্ট শাখার অধীনে উল্লিখিত বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য এর বেশি টাকাও খরচ হতে পারে।
- কেন্দ্রীয় মন্ত্রক কিংবা রাজ্য সরকারি বিভাগের অধীনে প্রশিক্ষণের ক্ষেত্রে ৩ থেকে ৫ হাজার টাকা খরচ হয়ে থাকে। কিছু কিছু কোর্সের ক্ষেত্রে পরীক্ষার জন্য শুধুমাত্র ৫০০ টাকা ফি দিতে হয়।
দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ‘গাইড’ হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত।
কী কী বিষয়ে দক্ষতা প্রয়োজন?
- স্থানীয় সংস্কৃতি, দর্শনীয় স্থানের ইতিহাস, পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হওয়া প্রয়োজন।
- স্থানীয় ভাষার সঙ্গে বিদেশি ভাষায় সাবলীল হলে কাজের ক্ষেত্রে তা সহায়ক হয়ে ওঠে।
- তবে, ভাষার জ্ঞানই যথেষ্ট নয়। এর সঙ্গে সব ধরনের পর্যটকদের সঙ্গে কথা বলা, তাঁদের দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো এবং জরুরি পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করার দক্ষতাও থাকা প্রয়োজন।
কাজের সুযোগ কেমন?
পর্যটন বর্তমানে শুধুমাত্র বিনোদন নয়, অগণিত মানুষের জীবিকা অর্জনের ক্ষেত্রও হিসাবেও যথেষ্ট প্রাসঙ্গিক। তাই সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ট্রাভেল এজেন্ট, ট্রাভেল এক্সিকিউটিভ, ট্রাভেল ম্যানেজার, ট্রাভেল অফিসার, সরকারি পর্যটন বিভাগ, ট্যুর অপারেশন, ইমিগ্রেশন এবং কাস্টমস পরিষেবা, এয়ারলাইনস, হোটেলের মতো বিভিন্ন বিভাগে যুক্ত হয়ে কাজের সুযোগ রয়েছে।