রাজ্যের বাইরের কোনও কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর স্তরে পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
অর্থনীতি, ফাইন্যানশিয়াল ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, বিজনেস অ্যানালিটিক্স, হেল্থ কেয়ার অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট, এডুকেশন, পাবলিক হেলথ, থিয়েটার আর্টস-সহ আরও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। তবে ভর্তি হওয়ার জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (কুয়েট পিজি) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ তথ্য অনুযায়ী, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তরফে জানানো হয়েছে, ২০২৬-এর কুয়েট পিজি আয়োজিত হতে চলেছে মার্চ মাসে। সে জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়াও চলছে। বিজ্ঞান, কলা, বাণিজ্যের বিভিন্ন বিষয়ে স্নাতকেরা এই প্রবেশিকা দিতে পারবেন। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। তাই যে কোনও শিক্ষাবর্ষের স্নাতকেরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ১৪ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এনটিএ-র ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।