ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণামূলক কাজের সুযোগ। প্রতিষ্ঠানের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট-এ গবেষণা প্রকল্পের কাজ হবে। মঙ্গলবার এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। তাতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থপুষ্ট প্রকল্পে স্বল্প সময়ের জন্য কর্মীরা কাজ করতে পারবেন। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। যা শুরু হবে মঙ্গলবার থেকেই।
প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট স্কুলের যে গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘কোয়ান্টিফিকেশন অফ প্লাস্টিকস লসেস ফ্রম ল্যান্ডফিলস ইউজ়িং সার্ভিল্যান্স ক্যামেরাজ় কাপল্ড উইথ এআই-বেসড ইমেজ প্রসেসিং আর্কিটেকচার’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে আইআইটি খড়্গপুর এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশন।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর পাঁচ মাস। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ৩৭ হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুন:
আবেদনকারীদের সিভিল/ এনভায়রনমেন্ট/ মেকানিক্যাল/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স-এ বিটেক বা গণিতে এমএসসি বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্সে এমটেক বা কম্পিউটার সায়েন্সে এমএস থাকতে হবে। এ ছাড়া, সিএসআইআর-নেট/ গেট বা জাতীয় স্তরের অন্যান্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।