তাপপ্রবাহের কারণে কোনও স্কুল ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে। কিছু স্কুলে আবার ক্লাসের সময় পরিবর্তন করা হয়েছে। কিংবা চালু হয়েছে অনলাইন ক্লাস। এই হাঁসফাঁস গরমে বাড়ির চার দেওয়ালের মধ্যে শুধুই হোমওয়ার্ক এবং গল্পের বই নিয়ে একঘেয়ে সময় কাটাতে হচ্ছে ছোটদের। সেই একঘেয়েমি থেকে কিছুটা রেহাই দিতে পাঠ্যবিষয়ের বাইরে সাহিত্য থেকে সঙ্গীতচর্চার মতো বিভিন্ন বিষয় মজার ছলে শেখার জন্য এক কর্মশালার আয়োজন করছে ‘দ্য টেলিগ্রাফ অনলাইন এডুগ্রাফ’। হাজির হচ্ছে অভিনব ‘সামার ক্যাম্প’ নিয়ে।
ছোটদের এই কর্মশালাকে দু’ভাগে ভাগ করা হয়েছে। ‘জুনিয়র’ বিভাগে অংশগ্রহণ করতে পারবে ৮-১২ বছরের পড়ুয়ারা। অন্য দিকে, ‘সিনিয়র’ বিভাগে যোগদান করতে পারবে ১৩-১৮ বছর বয়সীরা। কর্মশালায় বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ছোটদের জন্য আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গোটা বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন বিভিন্ন ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক, শিল্পী এবং পেশাদারেরা।
কী কী থাকবে এই কর্মশালায়? রইল সেই তালিকা
- ক্রিয়েটিভ রাইটিং
- অরিগ্যামি
- ক্লে আর্ট
- কমিক আর্ট
- ফোক আর্ট
- থিয়েটার
- কে-পপ
- রক অ্যান্ড রোল ফ্যামিলি ডান্স সান্ডে
- মাইন্ডফুল মুভমেন্ট এবং ফিটনেস
- যোগাসন, বিপাসনা এবং আয়ুর্বেদ
- সাস্টেনিবিলিটি
- সেলফ ডিফেন্স ফর গার্লস
- পাওয়ার কিক বক্সিং ফর বয়েজ়
- র্যাপ অ্যান্ড বিট প্রোডাকশন
- স্পিডকিউবিং
- কার্ড স্ট্যাকিং
- বেদিক ম্যাথস
- পার্সোনাল ফিন্যান্স
- ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন
- মোবাইল ফিল্মমেকিং
- ফোটোগ্রাফি
- উইকিমিডিয়া প্রজেক্টস
- এআই/ এমএল
- ইন্ট্রোডাকশন টু রোবোটিক্স
- ইন্ট্রোডাকশন টু কোডিং
- বেসিক ইলেক্ট্রনিক্স
- লাইফ সায়েন্স
- বেসিক অ্যাস্ট্রোনমি
- বিল্ডিং স্টেম টয়েজ
- ফ্যাশন ডিজ়াইন
কলকাতার শ্রী শ্রী অ্যাকাডেমিতে আয়োজিত হবে এই কর্মশালা। আগামী ১৮ মে থেকে শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত। বাড়ির ছোটদের এই সৃজনশীল এবং অভিনব উদ্যোগে সামিল করতে এখনই রেজিস্টার করুন https://workshops.tt-edugraph.com/ -এ গিয়ে। গরমের ছুটিতে পড়াশোনার বাইরে নতুন কিছু শিখতে হলে আসতে হবে এই কর্মশালায়!