ম্যানেজমেন্ট নিয়ে পড়ার ইচ্ছে থাকলে রাজ্যের বাইরের পড়াশোনার সুযোগ মিলতে পারে। দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ডিপ্লোমা এবং ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস— এই তিনটি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোনও বিভাগেই ভর্তি হওয়ার জন্য প্রয়োজন ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক যোগ্যতা। তবে প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারলেই সুযোগ মিলবে। কমন অ্যাডমিশন টেস্ট, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট অথবা জেভিয়ার অ্যাপ্টিটিউড টেস্ট-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আইআইএম, দিল্লির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৩ জানুয়ারি ২০২৬ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইএম দিল্লির ওয়েবসাইটটি দেখে নিতে হবে।