যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিভাগে গবেষণাধর্মী কাজের সুযোগ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংশ্লিষ্ট প্রকল্পে নির্দিষ্ট মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। গবেষণার কাজটি ‘রেট্রো-ফিটেড ইলেক্ট্রিক মোবিলিটি’ সংক্রান্ত। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর।
আরও পড়ুন:
জেআরএফ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে মাসে ৩৭,০০০ টাকা। তৃতীয় বছরে সাম্মানিক বেড়ে হবে মাসে ৪২,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতা মিলবে।
আবেদনকারীদের মেকানিক্যাল/ পাওয়ার/ অটোমোবাইল/ এরোস্পেস/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ১০ মার্চ দুপুর আড়াইটে থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের ওই দিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ৫০ টাকার বিনিময়ে সংগৃহীত আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রার্থীদের যথাস্থানে উপস্থিত হতে হবে। তবে যাঁরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না, তাঁদের জন্য অনলাইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।